চাপে পড়বে iPhone 16, চব্বিশের সর্বসেরা স্মার্টফোন এনে Apple-কে টক্কর দেবে Vivo

ভিভোর ভাইস প্রেসিডেন্ট এবং ব্র্যান্ড অ্যান্ড প্রোডাক্ট স্ট্র্যাটেজির জেনারেল ম্যানেজার, জিয়া জিংডং সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন যে, ভিভো 2024 সালের কান্টার ব্র্যান্ডজ (Kantar…

Vivo X200 Series To Rival Iphone 16 First Details Officially Confirmed

ভিভোর ভাইস প্রেসিডেন্ট এবং ব্র্যান্ড অ্যান্ড প্রোডাক্ট স্ট্র্যাটেজির জেনারেল ম্যানেজার, জিয়া জিংডং সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন যে, ভিভো 2024 সালের কান্টার ব্র্যান্ডজ (Kantar BrandZ) শীর্ষ 100 সবচেয়ে মূল্যবান চীনা ব্র্যান্ডের তালিকায় “ইনোভেশন স্টার” হিসাবে স্বীকৃতি লাভ করেছে, যা এটিকে তালিকার সর্বোচ্চ র‌্যাঙ্কযুক্ত নতুন ব্র্যান্ড হিসেবে চিহ্নিত করেছে। জানিয়ে রাখি, কান্টার ব্র্যান্ডজ হল একটি শীর্ষস্থানীয় গ্লোবাল ব্র্যান্ড ভ্যালুয়েশন র‍্যাঙ্কিং, যা ব্র্যান্ডের অর্থ, পার্থক্য এবং সাবলীলতা সহ আর্থিক ডেটা এবং গ্রাহকদের ধারণার ওপর ভিত্তি করে ব্র্যান্ডের মূল্য নির্ধারণ করে। জিংডং-এর একই সোশ্যাল মিডিয়া পোস্টে Vivo X200 সিরিজের মূল বিবরণও উল্লেখ করা হয়েছে।

Vivo X200 সিরিজের প্রাথমিক বিবরণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে

কোম্পানির ভাইস প্রেসিডেন্ট জিয়া জিংডং এর মতে, ভিভো এক্স200 সিরিজ এবছরের দ্বিতীয়ার্ধে সবচেয়ে উল্লেখযোগ্য ফ্ল্যাগশিপ ডিভাইসগুলির মধ্যে একটি হতে চলেছে। সম্প্রতি, ভিভো চীনে উচ্চ পর্যায়ের 4,000-6,000 ইউয়ান মার্কেট সেগমেন্টে শক্তিশালী পারফরম্যান্স লক্ষ্য করেছে, মূলত আইফোন ব্যবহারকারীদের ডিভাইস পরিবর্তন করার উল্লেখযোগ্য প্রবাহের কারণে। আইফোনের ঐতিহ্যবাহী ফ্ল্যাট-স্ক্রিন ডিজাইনে অভ্যস্ত এই ব্যবহারকারীদের জন্য, অ্যাডজাস্ট করার সময়কাল কমিয়ে আনতে এবং পরিবর্তন সহজ করার জন্য ভিভো এক্স200 সিরিজে একই ধরনের স্ক্রিন স্টাইল থাকবে বলে জানা গেছে।

ভিভো এক্স200 সিরিজ একটি কাস্টম-ডিজাইন করা সেন্সর এবং ইমেজিং চিপ, একটি উচ্চ-ক্ষমতার ব্যাটারি সিস্টেম এবং ব্লু ক্রিস্টাল প্রযুক্তি দ্বারা সমর্থিত একটি শীর্ষ-স্তরের চিপসেট সহ উন্নত প্রযুক্তি অফার করবে। এই বিবরণগুলি ভিভো এক্স200 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশনগুলির ইঙ্গিত দেয়, যার মধ্যে 6.3 ইঞ্চির ফ্ল্যাট ওলেড (OLED) প্যানেল, 22 ন্যানোমিটারের 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ভিভো ভি3+ ইমেজিং চিপ, একটি 5,600 এমএএইচ ব্যাটারি এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 প্রসেসর রয়েছে৷

আরও পড়ুন : সব স্মার্টফোনকে দেবে টক্কর, সস্তায় 108MP ক্যামেরার সঙ্গে AI ফোন লঞ্চ করল Tecno

Vivo X200 সিরিজ সম্ভবত অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক লেটেস্ট অরিজিন ওএস 5 (Origin OS 5) কাস্টম স্কিনে রান করবে, যা Vivo X200 সিরিজকে শক্তি দেবে। জিয়া জিংডং বলেছেন যে অরিজিন ওএস-এর নতুন সংস্করণে এআই (AI) ক্ষমতার আরও দক্ষ লোকাল প্রসেসিং, যা প্রাকৃতিক মিথস্ক্রিয়া এক্সপেরিয়েন্স আপগ্রেড করে এবং ইন্টেন্ট রিকগনিশনের ভিত্তিতে পার্সোনালাইজড সার্ভিস রেকমেন্ডেশন অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন : ৪৫০০ টাকা সস্তা হল ডুয়েল সেলফি ক্যামেরার Xiaomi 14 Civi

সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী, অক্টোবরের তৃতীয় সপ্তাহে Vivo X200 সিরিজটি লঞ্চ করা হবে। লাইনআপে Vivo X200, Vivo X200+, এবং Vivo X200 Pro অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে, সবগুলোই লেটেস্ট MediaTek Dimensity 9400 চিপসেট দ্বারা চালিত হবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন