2025 সালে X200 Ultra সহ Vivo আর কোন কোন স্মার্টফোন লঞ্চ করবে এবং কখন আসবে দেখে নিন

2025 সালে Vivo X200 Ultra এবং নতুন প্রজন্মের ফোল্ডেবল, Vivo X Fold 4 বা Vivo X Fold 4 Pro-সহ বেশ কয়েকটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। থাকবে Snapdragon 8 Elite প্রসেসর।

Suvrodeep Chakraborty 27 Dec 2024 8:40 PM IST

ভারতে নতুন ফ্ল্যাগশিপ X200 সিরিজ ঘোষণা করেছে Vivo। কোম্পানির দাবি, এই সিরিজের দুটি ফোনে পাওয়া যাবে দুর্দান্ত ক্যামেরা পারফরম্যান্স। নতুন বছর শুরু হতে বাকি আর কিছুদিন। শোনা যাচ্ছে, 2025 সালের প্রথমার্ধে এই সিরিজের অধীনে সবচেয়ে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে আসার পরিকল্পনা করছে ভিভো। আগামী বছর কোম্পানি আরও কয়েকটি ফোন লঞ্চ করতে পারে বলেও ইঙ্গিত পাওয়া গিয়েছে।

Vivo X200 Ultra এর সম্ভাব্য লঞ্চের তারিখ

2025 সালে Vivo X200 Ultra এবং নতুন প্রজন্মের ফোল্ডেবল, Vivo X Fold 4 বা Vivo X Fold 4 Pro-সহ বেশ কয়েকটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এক রিপোর্ট অনুযায়ী, Vivo X200 Ultra 2025 সালের এপ্রিল বা মার্চে আত্মপ্রকাশ করতে পারে। এই স্মার্টফোনে খুব সম্ভবত MediaTek Dimensity 9400 এর পরিবর্তে Snapdragon 8 Elite প্রসেসর থাকবে। প্রসঙ্গত, এই বছর মে-তে আত্মপ্রকাশ করে X100 আল্ট্রা।

ফ্ল্যাগশিপ X200 সিরিজের মডেল ছাড়াও, আগামী বছর বহু প্রতীক্ষিত Vivo X Fold 4 বা Vivo X Fold 4 Pro উন্মোচন করবে বলেও শোনা যাচ্ছে। জানা গিয়েছে, 2025 সালের জুন বা জুলাইতে গ্লোবাল মার্কেটে ফোল্ডেবল স্মার্টফোনগুলি লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তবে ভারতে ভিভো ফোল্ডেবল ডিভাইস কবে লঞ্চ হবে তা এখনও অনিশ্চিত। এই বছর ভারতে X Fold 3 Pro লঞ্চ করেছে ভিভো। যা ব্যবহারকারীদের থেকে বেশ প্রশংসা পেয়েছে।

নতুন ভিভো ফোল্ডেবল ছাড়াও, কোম্পানি একটি বড় স্ক্রিনের ট্যাবলেট এবং একটি মিড-রেঞ্জ সিরিজের স্মার্টফোন লঞ্চ করার জন্যও প্রস্তুতি নিচ্ছে। যা সম্ভবত MediaTek Dimensity 9400 প্রসেসর দ্বারা চালিত হবে। সবমিলিয়ে 2025 সালে ভিভোর একাধিক ফ্ল্যাগশিপ এবং ফোল্ডেবল ডিভাইসগুলির উপর নজর থাকবে আমাদের। প্রতিপক্ষ সংস্থাগুলিকে লড়াই দিতে কী কী চমক নিয়ে আসে ভিভো, সেটাই এখন দেখার।

Show Full Article
Next Story