বাদ যাচ্ছে আগের সেন্সর, Vivo X200 Ultra নতুন ক্যামেরা সেন্সর সহ লঞ্চ হতে চলেছে
ভিভো এক্স২০০ প্রো মডেলের মতো Vivo X200 Ultra স্মার্টফোনেও তুলনামূলক ছোট সেন্সর থাকবে। জানিয়ে রাখি, বড় সেন্সর আরও ভালো আলো গ্রহণ করতে পারে।
গত মাসে চীনে লঞ্চ হয়েছে Vivo X200 সিরিজে তিনটি ফোন - বেস, প্রো ও প্রো মিনি। আগামী ১৯ নভেম্বর থেকে এই সিরিজ মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে পা রাখতে চলেছে। এর পাশাপাশি ব্র্যান্ডটি Vivo X200 Ultra মডেলের উপর কাজ করছে। আগামী বছরের শুরুতে সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ফোনটি লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এতেও দুর্দান্ত ক্যামেরা সেটআপ দেখা যাবে। যদিও পূর্বসূরির তুলনায় এর প্রাইমারি ক্যামেরার সেন্সর আরও ছোট হবে বলে আজ টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন।
যদিও ভিভোর এই সিদ্ধান্তের কারণ টিপস্টার বলতে পারেননি। তবে তিনি জানিয়েছেন যে, ভিভো এক্স২০০ প্রো মডেলের মতো ভিভো এক্স২০০ আল্ট্রা স্মার্টফোনেও তুলনামূলক ছোট সেন্সর থাকবে। জানিয়ে রাখি, বড় সেন্সর আরও ভালো আলো গ্রহণ করতে পারে। যেকারণে ফটোর সঠিক কালার ধরে রাখা সম্ভব হয়। আমরা ভিভো এক্স১০০ প্রো তে ১ ইঞ্চি সনি আইএমএক্স ৯৮৯ সেন্সর দেখেছিলাম। তবে এক্স২০০ প্রো-তে এর থেকে অল্প ছোট অর্থাৎ ১/১.২৮ ইঞ্চি লেন্স ব্যবহার করা হয়েছে। সম্ভবত ভিভোর অনুমান, নতুন সেন্সর কিছু ক্ষেত্রে আগের সেন্সরের থেকেও ভালো পারফর্ম করবে।
যাইহোক টিপস্টার আরও বলেছেন যে, ভিভো এক্স২০০ আল্ট্রা ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এতে ১.৪ ইঞ্চি সেন্সর সহ ২০০ মেগাপিক্সেল টেলেফটো লেন্স দেওয়া হবে। এর সাথে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স পাওয়া যাবে।
যদিও এগুলি সবই টিপস্টারের দাবি। ভিভো এখনও তাদের আল্ট্রা মডেল সম্পর্কে কিছু বলেনি। কয়েকদিন আগে একটি টিজারে জানানো হয়েছিল যে, ব্র্যান্ডটি স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর সহ আরেকটি ফোন নিয়ে কাজ করছে। তবে সেখানে ডিভাইসের নাম ছিল না। আমাদের বিশ্বাস এটিই ভিভো এক্স২০০ আল্ট্রা হবে। এর আগে ভিভো এক্স২০০ সিরিজের অধীনে এক্স২০০, এক্স২০০ প্রো ও এক্স২০০ প্রো মিনি মডেল তিনটি লঞ্চ করা হয়েছে। তিনটি ডিভাইসেই মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আল্ট্রা মডেলে স্যাটেলাইট কমিউনিকেশন প্রযুক্তিও থাকতে পারে।
ভিভো এক্স২০০ প্রো মডেলের মতো Vivo X200 Ultra স্মার্টফোনেও তুলনামূলক ছোট সেন্সর থাকবে। জানিয়ে রাখি, বড় সেন্সর আরও ভালো আলো গ্রহণ করতে পারে।