Vivo আনল সবচেয়ে লোভনীয় অফার, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের উপর ৮৫০০ টাকা ডিসকাউন্ট

আপনি যদি একটি প্রিমিয়াম ও স্টাইলিস ফোন খোঁজ করে থাকেন, তাহলে Vivo X80 আপনার জন্য ভালো বিকল্প হতে পারে। এখন আবার এই ফোনের উপর লোভনীয়…

আপনি যদি একটি প্রিমিয়াম ও স্টাইলিস ফোন খোঁজ করে থাকেন, তাহলে Vivo X80 আপনার জন্য ভালো বিকল্প হতে পারে। এখন আবার এই ফোনের উপর লোভনীয় ডিল উপলব্ধ রয়েছে। ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইটে এই ফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ৫৯,৯৯৯ টাকা। তবে এখন ফোনটি ৫ হাজার টাকা ডিসকাউন্টে ৫৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া HDFC ও ICICI ব্যাংকের কার্ডধারীদের দেওয়া হবে ৩,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। অর্থাৎ মোট ৮,৫০০ টাকা ডিসকাউন্ট মিলবে Vivo X80 ফোনে।

Vivo X80 ফোনের ফিচার ও স্পেসিফিকেশন

ভিভো এক্স৮০ ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অরিজিনওএস ওশান স্কিন দ্বারা চালিত। এই ডিভাইসে, ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ বর্তমান। এই ফোনের সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০পিক্সেল) AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের, এসপেক্ট রেশিও ২০:৯ এবং রিফ্রেশ রেট সর্বোচ্চ ১২০ হার্টজ।

নিরাপত্তার জন্য ভিভো এক্স৮০ ফোনে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। আর ফটোগ্রাফির জন্য এতে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট উপস্থিত। এই ক্যামেরাগুলি হল, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট ও এফ/১.৭৫ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX866 RGBW প্রাইমারি সেন্সর, এফ/২.০ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং এফ/১.৯৮ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল পোর্ট্রেট সেন্সর৷

আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে এফ/২.৪৫ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেলের সেলফি শ্যুটার পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Vivo X80 ফোনে দেওয়া হয়েছে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ৮০ ওয়াট ফ্ল্যাশ চার্জ ফাস্ট চার্জিং টেকনোলজি সমর্থন করে।