সরকার দিল ছাড়পত্র, অসামান্য প্রযুক্তির Vivo X90 স্মার্টফোনের ভারতে এন্ট্রি পুরো পাকা
গত মাসের শেষের দিকে ভিভো (Vivo) চীনা বাজারে তাদের বহু প্রতীক্ষিত Vivo X90 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি লঞ্চ করেছে।...গত মাসের শেষের দিকে ভিভো (Vivo) চীনা বাজারে তাদের বহু প্রতীক্ষিত Vivo X90 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। সিরিজটিতে মোট তিনটি মডেল অন্তর্ভুক্ত রয়েছে -Vivo X90, X90 Pro, এবং X90 Pro+। এই ফ্ল্যাগশিপ ডিভাইসগুলি শীঘ্রই চীনের বাইরের বাজারে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে, কারণ এগুলি ইতিমধ্যেই একাধিক সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন লাভ করেছে। আর এখন স্ট্যান্ডার্ড Vivo X90-কে বিআইএস (BIS)-এর সাইটে স্পট করা গেছে, যা ইঙ্গিত করছে এই ফোনটি শীঘ্রই ভারতের বাজারে পা রাখবে।
Vivo X90 পেল BIS-এর অনুমোদন
ভিভো এক্স৯০ স্মার্টফোনটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস সার্টিফিকেশন ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। তালিকাটি প্রকাশ করেছে যে, এই স্মার্টফোনটির মডেল নম্বর V2218, যা স্ট্যান্ডার্ড এক্স৯০-এর গ্লোবাল মডেল নম্বর। বিআইএস তালিকায় ভিভো এক্স৯০ সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য নেই। তবে ফোনটি ইতিমধ্যে চীনে প্রকাশিত হয়েছে এবং আশা করা হচ্ছে যে এটি একই হার্ডওয়্যার সহ ভারতেও লঞ্চ পাবে।
ভিভো এক্স৯০ স্পেসিফিকেশন - Vivo X90 Specifications
ভিভো এক্স৯০-তে ৬.৭৮ ইঞ্চির কেন্দ্রীভূত পাঞ্চ-হোল ১০-বিট কার্ভড ওলেড ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, ২,৮০০ x ১,২৬০ পিক্সেলের রেজোলিউশন এবং ৪৫২ পিপিআই পিক্সেল ঘনত্ব অফার করে। এছাড়াও, এতে ১০০% ডিসিআই-পি৩ কালার গ্যামট এবং ২,১৬০ হার্টজ পর্যন্ত পিডাব্লিউএম ডিমিং সাপোর্ট করে। ডিভাইসটি অত্যাধুনিক মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ চিপসেট দ্বারা চালিত, যার সাথে এলপিডিডিআর৫ র্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজ যুক্ত রয়েছে। আবার, এতে উন্নত ফটোগ্রাফির জন্য একটি ভিভো ভি২ ইমেজ সিগন্যাল প্রসেসর (ISP) চিপও রয়েছে। ভিভো এক্স৯০ অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অরিজিন ওএস ৩ (OriginOS 3) কাস্টম স্কিনে রান করে।
ফটোগ্রাফির জন্য, Vivo X90-এর ব্যাক প্যানেলে একটি ট্রিপল ক্যামেরা সিস্টেম অবস্থিত যা জেইস (Zeiss) দ্বারা চালিত। সিস্টেমটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৬৬ প্রাইমারি ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ১২ মেগাপিক্সেলের ২x টেলিফটো ক্যামেরা অন্তর্ভুক্ত রয়েছে৷ আর সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান।
এছাড়াও, এই ফ্ল্যাগশিপ ভিভো ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার, একটি এক্স-অ্যাক্সিস লিনিয়ার ভাইব্রেশন মোটর এবং একটি আইপি৬৪ রেটিং প্রাপ্ত চ্যাসিস রয়েছে। এটি একটি ইউএসবি টাইপ-সি ২.০ পোর্টের সাথে এসেছে। সর্বোপরি, পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X90-তে ৪,৮১০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১২০ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে।