ক্যামেরা-ডিসপ্লে-ব্যাটারি বা চার্জিং, Vivo-র নয়া ফোনের ফিচার ভয় ধরাচ্ছে iPhone-কেও

Vivo X90 সিরিজ চীনে লঞ্চ হওয়ার পর প্রায় দুই মাস কেটে যাওয়ার পর অবশেষে আগামী ৩ ফেব্রুয়ারি গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ...
Ananya Sarkar 30 Jan 2023 2:22 PM IST

Vivo X90 সিরিজ চীনে লঞ্চ হওয়ার পর প্রায় দুই মাস কেটে যাওয়ার পর অবশেষে আগামী ৩ ফেব্রুয়ারি গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করতে চলেছে। এই সিরিজের অধীনে X90 এবং X90 Pro নামে দুই মডেল বিশ্ব বাজারে আসবে । আর এখন এক টিপস্টার Vivo X90 Pro-এর প্রোমোশনাল পোস্টার শেয়ার করেছেন যা ফোনটির স্পেসিফিকেশন এবং ফিচারগুলি প্রকাশ করেছে।

ফাঁস হল Vivo X90 Pro-এর স্পেসিফিকেশন

টিপস্টার পারস গুগলানির শেয়ার করা এক্স৯০ প্রো-এর পোস্টার থেকে জানা গিয়েছে যে, এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্রসেসর দ্বারা চালিত হবে। যার সঙ্গে ভিভোর নিজস্ব ভি২ ইমেজিং চিপ যুক্ত থাকবে, যা ফটোগ্রাফি, গেমিং ফ্রেম রেট এবং গ্রাফিক্সে সহায়তা করবে। এক্স৯০ প্রো-এ হিট ডিসিপেশনের জন্য ৪,০০২ মিলিমিটার স্কোয়ার সারফেস এরিয়া সহ একটি বিশাল বড় ভিসি লিকুইড কুলিং সেটআপ থাকবে।

ভিভো এক্স৯০ প্রো-এর রিয়ার প্যানেলে অত্যাধুনিক ক্যামেরা হার্ডওয়্যার থাকবে। ট্রিপল ক্যামেরার সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৯৮৯ ১-ইঞ্চি প্রাইমারি সেন্সর অবস্থান করবে। এছাড়াও, সেটআপে একটি ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৫৮ পোর্ট্রেট ক্যামেরা সেন্সর এবং একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা সেন্সর যুক্ত থাকবে।

জেইস (Zeiss)-এর সহায়তায়, ক্যামেরা সিস্টেমটি ফাইন-টিউন করা হবে। ডিভাইসের ক্যামেরা লেন্সে একটি T* কোটিং প্রয়োগ করা হবে। ভিভো এক্স৯০ প্রো-এ ফ্রন্ট ক্যামেরার জন্য পাঁচটি অতিরিক্ত পোর্ট্রেট মোড ফিল্টারও থাকবে। এছাড়াও, এতে ৪কে (4K) সুপার নাইট মোড ভিডিও সাপোর্ট করবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo X90 Pro-এ ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮৭০ এমএএইচ ব্যাটারি থাকবে। ব্র্যান্ডের তরফে দাবি করা হয়েছে যে, মাত্র ৮ মিনিটে এর ব্যাটারি ৯০% পর্যন্ত পূরণ করা যাবে। X90 Pro-এর পুরুত্ব হবে ৯.৩৪ মিলিমিটার। এছাড়া জল এবং ধুলো প্রতিরোধের জন্য, ফোনটিতে আইপি৬৮ (IP68) সার্টিফিকেশন প্রাপ্ত চ্যাসিস থাকবে।

Show Full Article
Next Story