আজ লঞ্চ, তার আগেই Vivo X90 Pro+ নিয়ে বড় তথ্য উঠে এল
ভিভো (Vivo) তাদের নতুন Vivo X90 সিরিজে অন্তর্ভুক্ত ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি লঞ্চ করতে পুরোপুরি প্রস্তুত। কোম্পানি আজ,...ভিভো (Vivo) তাদের নতুন Vivo X90 সিরিজে অন্তর্ভুক্ত ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি লঞ্চ করতে পুরোপুরি প্রস্তুত। কোম্পানি আজ, এই "নেক্সট জেনারেশন" ফ্ল্যাগশিপ ফোনগুলি লঞ্চ করার জন্য হোম মার্কেট চীনে একটি মেগা লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে। আগামীকাল আনুষ্ঠানিকভাবে লঞ্চ হওয়ার আগে এখন, লাইনআপের টপ-এন্ড মডেল, Vivo X90 Pro+ গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে এবং যথারীতি সাইটে তালিকাটি ফোনটির সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ করেছে। চলুন তাহলে এগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।
পারফরম্যান্স পরীক্ষার জন্য Vivo X90 Pro+ হাজির Geekbench-এর সাইটে
Vivo V2227a মডেল নম্বর সহ ভিভো এক্স৯০ প্রো প্লাস ফোনটি গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে উপস্থিত হয়েছে। সাইটের তালিকাটি প্রকাশ করেছে যে, নয়া ভিভো হ্যান্ডসেটটি ১২ জিবি র্যামের সাথে আসবে। বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, এটি গিকবেঞ্চের সিঙ্গেল-কোর টেস্টে ১,৪৮০ পয়েন্ট স্কোর করতে সক্ষম হয়েছে আর মাল্টি-কোর টেস্টে পেয়েছে ৫,১০৬ পয়েন্ট।
জানিয়ে রাখি, স্মার্টফোনটি সম্প্রতি লঞ্চ হওয়া কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে, যা ৪ ন্যানোমিটার প্রক্রিয়া ব্যবহার করে তৈরি করা হয়েছে। চিপসেটটি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ইউএফএস৪.০ স্টোরেজের সাথে যুক্ত থাকবে। স্মার্টফোনটিতে ১,২৬০ পিক্সেলের ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) প্যানেল রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করবে।
ক্যামেরার ক্ষেত্রে, Vivo X90 Pro+এ ৫০ মেগাপিক্সেলের ১-ইঞ্চি সনি আইএমএক্স৯৮৯ভি প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ ৬৪ মেগাপিক্সেলের ওমনিভিশন ও ভি৬৪এ টেলিফটো লেন্স সহ কোয়াড-ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। এছাড়াও, সহায়ক লেন্স হিসেবে ৪৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৫৯৮ আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৫৭৮ পোর্ট্রেট লেন্স অন্তর্ভুক্ত থাকবে৷ আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে।
এছাড়া আশা করা যায়, Vivo X90 Pro+ স্মার্টফোনটি কোম্পানির নিজস্ব কাস্টম ইউজার ইন্টারফেসের সাথে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে। ডিভাইসটি পাওয়ার ব্যাকআপের জন্য, সম্ভবত ৪,৭০০ এমএএইচ ব্যাটারি, ৮০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৫০ মেগাপিক্সেলের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট অফার করবে।