Vivo X90 ও Vivo X90 Pro দুর্ধর্ষ ফিচার্স নিয়ে ভারতে লঞ্চ হল, ক্যামেরা পাগল করে দেবে!

ভিভো আজ (২৬ এপ্রিল) অবশেষে তাদের ফ্ল্যাগশিপ X90 সিরিজের অধীনে স্ট্যান্ডার্ড Vivo X90 এবং Vivo X90 Pro ভারতে লঞ্চ করেছে৷ দুটি ফোনই অ্যান্ড্রয়েড ১৩ এবং…

ভিভো আজ (২৬ এপ্রিল) অবশেষে তাদের ফ্ল্যাগশিপ X90 সিরিজের অধীনে স্ট্যান্ডার্ড Vivo X90 এবং Vivo X90 Pro ভারতে লঞ্চ করেছে৷ দুটি ফোনই অ্যান্ড্রয়েড ১৩ এবং MediaTek-এর Dimensity 9200 প্রসেসর দ্বারা চালিত৷ ক্যামেরা-কেন্দ্রিক Vivo X90 সিরিজে জেইস (Zeiss)-ব্র্যান্ডের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট উপস্থিত রয়েছে এবং ছবি প্রক্রিয়াকরণের জন্য এগুলি কোম্পানির নিজস্ব Vivo V2 ইমেজিং চিপ অফার করে। Vivo X90 Pro একটি ১-ইঞ্চির সনি সেন্সরের সাথে এসেছে। উভয় মডেলেই কার্ভড 3D AMOLED ডিসপ্লে রয়েছে এবং এগুলিতে সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মিলবে। Vivo X90 Pro এবং Vivo X90 সাপোর্ট করে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং। আগামী সপ্তাহ থেকে ভিভোর নতুন স্মার্টফোনগুলির সেল ভারতে শুরু হবে। আসুন তাহলে ভারতে Vivo X90 এবং Vivo X90 Pro-এর দাম, স্পেসিফিকেশন এবং ফিচারগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক

ভারতে Vivo X90 Pro এবং Vivo X90-এর মূল্য এবং উপলব্ধতা

ভারতীয় বাজারে ভিভো এক্স৯০ এর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৫৯,৯৯৯ টাকা এবং এর উচ্চতর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটি ৬৩,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এটি অ্যাস্ট্রোয়েড ব্ল্যাক এবং ব্রীজ ব্লু কালারে উপলব্ধ হবে। অন্যদিকে, ভিভো এক্স৯০ প্রো এর একমাত্র ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৮৪,৯৯৯ টাকা। এটি শুধুমাত্র লেজেন্ড ব্ল্যাক কালার অপশনে বাজারে এসেছে।

Vivo X90 Pro-এর স্পেসিফিকেশন ও ফিচার

ডুয়েল সিম (ন্যানো) সাপোর্ট যুক্ত ভিভো এক্স৯০ প্রো-এ ১,২৬০ x ২,৮০০ পিক্সেলের রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ৩ডি কার্ভড ডিসপ্লে রয়েছে৷ ডিসপ্লেটি ডিসিআই-পি৩ কালার গ্যামটের ১০০ শতাংশ কভারেজ অফার করবে। এটি একটি তিন স্তরের চোখের সুরক্ষার সাথে এসেছে, যা স্ক্রিনে ব্লু লাইটের অনুপাত পর্যবেক্ষণ করে এবং তা কমায় বলে দাবি করা হয়েছে। ভিভো এক্স৯০ প্রো ৪ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্রসেসর দ্বারা চালিত, যা ভিভোর ভি২ চিপ, সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং জি৭১৫ জিপিইউ-এর সাথে যুক্ত রয়েছে। এই ফোনটিতে ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ইনবিল্ট স্টোরেজ পাওয়া যাবে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে প্রসারণযোগ্য নয়। এক্স৯০ প্রো অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস (FunTouch OS) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Vivo X90 Pro-এর প্রধান ইউএসপি হল এর জেইস (Zeiss) দ্বারা কো-ইঞ্জিনিয়ার করা ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরা সিস্টেমে এফ/১.৭৫ অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৯৮৯ ১-ইঞ্চির সেন্সর, এফ/১.৬ অ্যাপারচার সহ একটি ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৫৮ সেন্সর এবং এফ/২.০ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬৬৩ সেন্সর উপস্থিত রয়েছে। আর সেলফি ও ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান।

এছাড়া, Vivo X90 Pro-এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ৫জি, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫.৩, এনএফসি, জিপিএস এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। এই ভিভো ফোনের অনবোর্ড সেন্সরগুলির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে একটি অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, অ্যাম্বিয়েন্ট কালার টেম্পারেচার সেন্সর, ই-কম্পাস, জাইরোস্কোপ এবং ইনফ্রারেড রিমোট কন্ট্রোল। নিরাপত্তার জন্য, Vivo X90 Pro-এ একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও মিলবে। ধুলো এবং জল প্রতিরোধের জন্য, এটিতে আইপি৬৮ (IP68) রেটিং রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo X90 Pro-এ ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৪,৮৭০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ভিভো দাবি করেছে যে, এই ফাস্ট-চার্জিং প্রযুক্তিটির সাহায্যে মাত্র আট মিনিটে ব্যাটারি শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ করা যাবে। পরিশেষে, হ্যান্ডসেটটির পরিমাপ ১৬৪.০৭x ৭৪.৫৩ x ৯.৩৪ মিলিমিটার এবং ওজন ২১৪.৮৫ গ্রাম।

Vivo X90-এর স্পেসিফিকেশন ও ফিচার

Vivo X90-তে Vivo X90 Pro-এর মতো একই সিম, সফ্টওয়্যার এবং ডিসপ্লে স্পেসিফিকেশন রয়েছে। কোম্পানির তরফে এই সিরিজের হ্যান্ডসেটে তিন বছরের অ্যান্ড্রয়েড এবং সিকিউরিটি আপডেট পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্ট্যান্ডার্ড মডেলেও প্রো ভ্যারিয়েন্টের মতো মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ চিপসেটটি ব্যবহার করা হয়েছে, যার সাথে সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং জি৭১৫ জিপিইউ-টি যুক্ত রয়েছে। ফোনটি ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৪.০ ইনবিল্ট স্টোরেজ অফার করে। Vivo X90-তে ইমেজ প্রসেসিং পরিচালনা করার জন্য ভিভো ভি২ চিপও অন্তর্ভুক্ত রয়েছে।

ফটোগ্রাফির জন্য, Vivo X90 মডেলেও জেইস-ব্র্যান্ডের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট উপস্থিত রয়েছে, কিন্তু এর ক্যামেরা সেন্সরগুলি ভিন্ন। সেটআপে এফ/১.৭৫ অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৬৬ প্রাইমারি সেন্সর, এফ/২.০ অ্যাপারচার সহ একটি ১২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬৬৩ পোর্ট্রেট ক্যামেরা এবং এফ/২.০ অ্যাপারচার সহ একটি ১২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬৬৩ আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা উপস্থিত রয়েছে। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে।

Vivo X90-এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ৫জি, ওয়াই-ফাই৬, ব্লুটুথ ৫.৩, এনএফসি, জিপিএস এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। ডিভাইসটির অনবোর্ড সেন্সরগুলির মধ্যে রয়েছে একটি অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, অ্যাম্বিয়েন্ট কালার টেম্পারেচার সেন্সর, ই-কম্পাস, জাইরোস্কোপ, ইনফ্রারেড ব্লাস্টার এবং আল্ট্রাসনিক ডিসটেন্স সেন্সর। ধুলো এবং জল থেকে সুরক্ষার জন্য Vivo X90-এ আইপি৬৪ (IP64) রেটিং রয়েছে৷

পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo X90-এ ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮১০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ব্যাটারিটি একবার ফুল চার্জ করলে ২২.২ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম প্রদান করতে পারে। সবশেষে, Vivo X90-এর পরিমাপ ১৬৪.১০x৭৪.৪৪x৮.৪৮/৮.৮৮ মিলিমিটার এবং ওজন ২০১/১৯৬ গ্রাম।