স্মার্টফোন ক্যামেরায় আসছে বিপ্লব, Vivo X90 সিরিজের সাথে মেগা এন্ট্রি নিচ্ছে ভিভোর সিক্রেট!

ভিভো (Vivo) গতবছর সেপ্টেম্বর মাসে তাদের প্রথম স্ব-উন্নত ইমেজ সিগন্যাল প্রসেসর বা আইএসপি (ISP) চিপটি লঞ্চ করে, যা Vivo V1...
Ananya Sarkar 21 Oct 2022 8:17 PM IST

ভিভো (Vivo) গতবছর সেপ্টেম্বর মাসে তাদের প্রথম স্ব-উন্নত ইমেজ সিগন্যাল প্রসেসর বা আইএসপি (ISP) চিপটি লঞ্চ করে, যা Vivo V1 নামে আত্মপ্রকাশ করেছিল। ফ্ল্যাগশিপ Vivo X70 সিরিজের স্মার্টফোনগুলিতে এই চিপটি প্রথম ব্যবহৃত হয়। আবার গত এপ্রিল মাসে বর্তমান প্রজন্মের X80 সিরিজের হাত ধরে আপগ্রেড করা Vivo V1+ চিপটি বাজারে আসে। আর এখন ভিভোর তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে যে, তারা আগামী ২৪ অক্টোবর তাদের ইমেজিং স্ট্র্যাটেজি কনফারেন্স (Imaging Strategy conference) আয়োজন করতে চলেছে। সম্ভবত এই ইভেন্টেই Vivo V2 ইমেজ সিগন্যাল প্রসেসর চিপটি উন্মোচন করা হবে। এই আসন্ন আইএসপি-টি পরবর্তী প্রজন্মের Vivo X90 লাইনআপের স্মার্টফোনে অন্তর্ভুক্ত হবে বলে শোনা যাচ্ছে, যা আগামী ডিসেম্বরে লঞ্চ হতে পারে। আসুন এসম্পর্কে সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Vivo V2 ISP উন্মোচিত হতে পারে আগামী সপ্তাহেই

ভিভোর চীনা শাখার তরফে সম্প্রতি একটি টিজার প্রকাশ করে নিশ্চিত করা হয়েছে যে, আগামী ২৪ অক্টোবর তাদের ইমেজিং স্ট্র্যাটেজি কনফারেন্স (Imaging Strategy conference)-টি অনুষ্ঠিত হবে। আর আশা করা হচ্ছে যে, এই ইভেন্টেই নতুন ভিভো ভি২ ইমেজ সিগন্যাল প্রসেসরটির ওপর থেকে পর্দা সরানো হবে। দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে যে, ভিভোর আসন্ন এক্স৯০ ফ্ল্যাগশিপ সিরিজের ডিভাইসে এই নতুন চিপটি ব্যবহার করা হবে। প্রসঙ্গত, খুব সম্ভবত এই ইভেন্টেই ভিভো এক্স৯০ সিরিজের লঞ্চের তারিখটিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে, বা এর সম্পর্কে ইঙ্গিত দেওয়া হতে পারে।

জানিয়ে রাখি, আসন্ন এক্স৯০ লাইনআপে তিনটি ডিভাইস অন্তর্ভুক্ত থাকতে পারে- ভিভো এক্স৯০, ভিভো এক্স৯০ প্রো, এবং ভিভো এক্স৯০ প্রো প্লাস। এই হ্যান্ডসেটগুলি অত্যন্ত প্রশংসিত ভিভো এক্স৮০ সিরিজের উত্তরসূরি হিসেবে আসবে। গত এপ্রিল মাসে আত্মপ্রকাশ করা লেটেস্ট ভিভো এক্স-লাইনআপের ফোনগুলি তাদের চমৎকার ক্যামেরা পারফরম্যান্সের জন্য গ্রাহকদের মধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে, যা অনেকটাই ভিভো ভি১প্লাস আইএসপি চিপের জন্য সম্ভব হয়েছে। চীনে লঞ্চের পরে, এক্স৯০ সিরিজটিও আইফোন ১৪ সিরিজ, পিক্সেল ৭ সিরিজ, আসন্ন শাওমি ১৩ সিরিজ এবং ওপ্পো ফাইন্ড এক্স৬ সিরিজের মতো ফ্ল্যাগশিপগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিশ্ব বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।

যদিও, বর্তমানে Vivo X90 সিরিজ সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি, তবে, এটা প্রায় নিশ্চিত যে এই সিরিজের ডিভাইসগুলি লেটেস্ট কোয়ালকম (Qualcomm)/ মিডিয়াটেক (MediaTek) ফ্ল্যাগশিপ চিপসেট দ্বারা চালিত হবে। এই প্রসেসরগুলি হল আসন্ন স্ন্যাপড্রাগন ৮ জেন ২ এবং ডাইমেনসিটি ৯২০০।

উল্লেখ্য, টপ-এন্ড Vivo X90 Pro Plus-এ ডাইমেনসিটি ৯২০০ চিপসেট, আল্ট্রা-ওয়াইড লেন্সের সাথে একত্রিত একটি ১ ইঞ্চির ক্যামেরা সেন্সর, ৫x অপটিক্যাল জুম সহ একটি ৬৪ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা এবং ভি২ আইএসপি চিপ থাকবে বলে আশা করা করা হচ্ছে। এছাড়াও জানা গেছে যে, X90 Pro Plus কোয়াড এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সহ একটি কার্ভড অ্যামোলেড এলটিপিও ডিসপ্লের সাথে আসবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফ্ল্যাগশিপ ফোনে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে।

Show Full Article
Next Story