প্রতীক্ষার অবসান এই মাসেই, Vivo X90 ও Vivo X90 Pro 5G সেরা ক্যামেরা নিয়ে ভারতে এন্ট্রি নিচ্ছে

Vivo সম্প্রতি নিশ্চিত করেছিল যে তারা শীঘ্রই Vivo X90 সিরিজ ভারতে লঞ্চ করবে। যদিও সংস্থার পক্ষ থেকে কোনো নির্দিষ্ট লঞ্চের তারিখ এখনও ঘোষণা করা হয়নি।…

Vivo সম্প্রতি নিশ্চিত করেছিল যে তারা শীঘ্রই Vivo X90 সিরিজ ভারতে লঞ্চ করবে। যদিও সংস্থার পক্ষ থেকে কোনো নির্দিষ্ট লঞ্চের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে এখন মনে হচ্ছে, খুব শীঘ্রই একটি ইভেন্ট আয়োজন করে আলোচ্য লাইনআপটিকে এদেশের বাজারে উন্মোচন করা হবে। আসলে প্রাইসবাবা (PriceBaba) এবং টিপস্টার যোগেশ ব্রার (Yogesh Brar) যৌথভাবে একটি রিপোর্টে দাবি করেছে যে, Vivo X90 সিরিজ চলতি মাসের শেষ সপ্তাহে ভারতে আত্মপ্রকাশ করবে। সম্ভবত আগামী ২৬শে এপ্রিল এই নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন লাইনআপটি ভারতে আসবে। প্রসঙ্গত উক্ত সিরিজের অধীনে মোট ২টি ডিভাইস আসতে পারে, যথা Vivo X90 এবং X90 Pro 5G। টপ-এন্ড ভ্যারিয়েন্টটি ১-ইঞ্চি আকারের রিয়ার ক্যামেরা সেন্সর অফার করবে বলে জানা গেছে। আসুন এবার Vivo X90 সিরিজের ভারতীয় লঞ্চের তারিখ, স্পেসিফিকেশন সহ অন্যান্য তথ্য বিস্তারে জেনে নেওয়া যাক।

শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Vivo X90 সিরিজ

আগেই যেমনটা বলেছি, ভিভো এক্স৯০ সিরিজের অধীনে আসন্ন এক্স৯০ এবং এক্স৯০ প্রো ৫জি স্মার্টফোনকে এপ্রিল মাসের ২৬ তারিখ ভারতে লঞ্চ করা হবে বলে আজ দাবি করেছেন জনপ্রিয় টিপস্টার যোগেশ ব্রার। যদিও সংস্থার পক্ষ থেকে এই বিষয়ে কোনো নিশ্চিত তথ্য সামনে আসেনি।

যাইহোক, আপকামিং ভিভো এক্স৯০ সিরিজ বেশ কয়েকটি টপ-অফ-দ্য-লাইন হার্ডওয়্যার ফিচারের সাথে আসবে বলে জানা যাচ্ছে। যেমন লাইনআপের দুটি ডিভাইসেই কার্ভড AMOLED ডিসপ্লে প্যানেল দেওয়া হবে। উভয় ফোনই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে। আর আলোচ্য ফোনের ক্যামেরা সিস্টেমটি জেইস (Zeiss) দ্বারা ‘কো-ইঞ্জিনিয়ারড’ হবে। অন্যান্য স্পেসিফিকেশনের কথা বললে বললে, Vivo X90 এবং X90 Pro মডেল দ্বয়ে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ (MediaTek Dimensity 9200) প্রসেসর থাকবে। আর ফোনের ইমেজিং এবং সামগ্রিক কর্মক্ষমতা বাড়ানোর জন্য ভিভো ভি২ (Vivo V2) চিপ দেওয়া হবে।

প্রসঙ্গত, ভিভো ব্র্যান্ডিংয়ের আসন্ন ডিভাইসগুলি গ্লোবাল মার্কেটে ৬.৭৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস কার্ভড AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হয়েছিল। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইলের এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ১৩০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। Vivo X90 সিরিজের ফোনগুলি ১২ জিবি পর্যন্ত LPDDR5X র‌্যাম এবং ৫১২ জিবি UFS 4.0 স্টোরেজ অফার করে। এগুলি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচওএস ১৩ (Funtouch OS 13) কাস্টম স্কিন দ্বারা চালিত। আর নিরাপত্তার জন্য আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।

ক্যামেরা বিভাগের কথা বললে, গ্লোবাল মার্কেটে আগত ভিভো এক্স৯০ সিরিজ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। যার মধ্যে উচ্চতর এক্স৯০ প্রো মডেলে – ১ ইঞ্চি আকারের ৫০ মেগাপিক্সেল Sony IMX989 প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৫০ মেগাপিক্সেল Sony IMX758 পোর্ট্রেট সেন্সর রয়েছে৷ অন্যদিকে, এক্স৯০ ৫জি ফোনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ১২ মেগাপিক্সেল পোর্ট্রেট শুটার। উভয় ফোনের প্রাইমারি ক্যামেরাটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তি অফার করে। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসগুলিতে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান।

Vivo X90 5G মডেলের তুলনায় বড় ব্যাটারির সাথে এসেছে X90 Pro ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্ট। এক্ষেত্রে ‘প্রো’ মডেলে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থিত ৪,৮৭০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে এক্স৯০ ৫জি ফোনে ৪,৮১০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। যদিও ডিভাইসটিতে ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির সুবিধা অনুপস্থিত।