ভিভোর সর্বাধুনিক ফোন Vivo X90 সিরিজ ভারতে আসছে, ক্যামেরা পাগল করে দেবে

ভিভো তাদের Vivo X90 সিরিজের স্মার্টফোন শীঘ্রই ভারতের বাজারে আনতে চলেছে৷ এই লাইনআপটি গত নভেম্বর থেকে চীনের বাজারে উপলব্ধ। ভিভোর লেটেস্ট X-সিরিজে Vivo X90, Vivo…

ভিভো তাদের Vivo X90 সিরিজের স্মার্টফোন শীঘ্রই ভারতের বাজারে আনতে চলেছে৷ এই লাইনআপটি গত নভেম্বর থেকে চীনের বাজারে উপলব্ধ। ভিভোর লেটেস্ট X-সিরিজে Vivo X90, Vivo X90 Pro এবং Vivo X90 Pro+, এই তিনটি মডেল অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে স্ট্যান্ডার্ড এবং Pro মডেলটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছে, যেখানে টপ-এন্ড Vivo X90 Pro+ বর্তমানে শুধুমাত্র চীনেই পাওয়া যায়। সূত্রের খবর, Vivo X90 এবং Vivo X90 Pro আগামী ২৬ এপ্রিল ভারতের বাজারে পা রাখতে পারে৷ আনুষ্ঠানিক ঘোষণার আগে, এখন ব্র্যান্ডটি ভারতীয় বাজারের জন্য ডিভাইসগুলিকে আনুষ্ঠানিকভাবে টিজ করেছে। লঞ্চের পর এই ডিভাইসগুলি কী কী অফার করতে চলেছে, আসুন দেখে নেওয়া যাক।

Vivo X90 সিরিজের স্পেসিফিকেশন

ভিভো এক্স৯০ এবং এক্স৯০ প্রো স্মার্টফোনে বড় ৬.৭৮ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, যেটিতে কার্ভড এজ এবং পাঞ্চ-হোল কাটআউট দেখা যায়। এই ডিসপ্লেটি ফুলএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৩০০ নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর১০+ সাপোর্ট করে। উভয় মডেলেই অতিরিক্ত সুবিধা এবং নিরাপত্তার জন্য একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপস্থিত রয়েছে। দুটি ফোনেই মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্রসেসর আছে, যার সাথে ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ যুক্ত। এছাড়াও, ভিভো এক্স৯০ এবং এক্স৯০ প্রো-এ হিট ডিসিপেশনের জন্য একটি ভেপার কুলিং চেম্বার অন্তর্ভুক্ত রয়েছে।

ফটোগ্রাফির ক্ষেত্রে, Vivo X90 এবং X90 Pro জেইস (Zeiss)-ব্র্যান্ডের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে। X90-এ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সক্ষম ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৬৬ প্রাইমারি সেন্সর, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ইউনিট এবং একটি ১২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স রয়েছে। অন্যদিকে, X90 Pro-এ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৯৮৯ ১-ইঞ্চি প্রাইমারি সেন্সর রয়েছে যা ইন্ডাস্ট্রির একমাত্র এফ/১.৭৫ অ্যাপারচার যুক্ত সেন্সর।

আর সহায়ক লেন্স হিসেবে, প্রধান ক্যামেরার সাথে একটি ৫০ মেগাপিক্সেলের পোর্ট্রেট সেন্সর এবং একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স যুক্ত রয়েছে। আর সেলফি ও ভিডিও কলের জন্য, উভয় ফোনের সামনেই একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। বলতে গেলে, ফোনটির প্রধান ইউএসপি ক্যামেরা ডিপার্টমেন্টে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo X90-তে ৪,৮১০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং X90 Pro বড় ৪,৮৭০ এমএএইচ ব্যাটারি ইউনিট দ্বারা চালিত। আর উভয়ই ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ এছাড়াও, X90 Pro মডেলটি অতিরিক্ত সুবিধার জন্য ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টও বহন করে। পরিশেষে, জল ও ধুলো প্রতিরোধের জন্য স্ট্যান্ডার্ড এবং প্রো ভ্যারিয়েন্ট যথাক্রমে আইপি৬৪ (IP64) এবং আইপি৬৮ (IP68) রেটিং প্রাপ্ত চ্যাসিস রয়েছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন