22 নভেম্বর পর্দাফাঁস, অবাক করে তার আগেই Vivo X90 এর আকর্ষণীয় ফিচার প্রকাশ

গত কয়েক মাসে ধরেই প্রযুক্তি মহলে ভিভোর পরবর্তী প্রজন্মের Vivo X90 সিরিজের ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলিকে নিয়ে জল্পনা চলছে। এই বহু প্রতীক্ষিত ডিভাইসগুলির ওপর বর্তমানে কাজ চলছে…

গত কয়েক মাসে ধরেই প্রযুক্তি মহলে ভিভোর পরবর্তী প্রজন্মের Vivo X90 সিরিজের ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলিকে নিয়ে জল্পনা চলছে। এই বহু প্রতীক্ষিত ডিভাইসগুলির ওপর বর্তমানে কাজ চলছে এবং আগামী ২২ নভেম্বর এগুলি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে বলে জানা গেছে। এখনও পর্যন্ত, Vivo X90 লাইনআপের মডেলগুলির অসংখ্য রেন্ডার এবং লিক সামনে এসেছে। যদিও, ভিভো এতদিন আসন্ন সিরিজের কোনও স্পেসিফিকেশন প্রকাশ করেনি। তবে, এখন বেশকিছু তথ্য সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে। চলুন এগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

প্রকাশ্যে এল Vivo X90 সিরিজের রেন্ডার

ভিভো নতুন টিজার প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, স্ট্যান্ডার্ড ভিভো এক্স৯০ মডেলে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও, ব্র্যান্ডটি জানিয়েছে যে ব্যবহারকারীরা স্যামসাং ই৬ (Samsung E6) এবং বিওই কিউ৯ (BOE Q9) প্যানেল- এই দুই ভিন্ন ডিসপ্লের মধ্যে থেকে পছন্দমতো একটি বেছে নিতে পারবেন। উভয় ডিসপ্লে ২,১৬০ হার্টজ উচ্চ-ফ্রিকোয়েন্সি পালস উইদ মডিউলেশন (PWM) ডিমিং সাপোর্ট করবে। অফিসিয়াল টিজারগুলি ডিভাইসটির সামগ্রিক চেহারাও প্রকাশ করেছে, যা সম্প্রতি ফাঁস হওয়া রেন্ডারগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ।

প্রসঙ্গত, ভিভো এক্স৯০-এর গিকবেঞ্চ (Geekbench) তালিকাটি নিশ্চিত করে যে, এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্রসেসর দ্বারা চালিত হবে। ফোনটিতে ৮ জিবি/ ১২ জিবি/ ১৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি /৫১২ জিবি স্টোরেজ পাওয়া যাবে। ডিভাইসটিতে ২০:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ১,২৬০×২,৮০০ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৭৮ ইঞ্চির ওলেড (OLED) প্যানেল দেখা যাবে। নিরাপত্তার জন্য, ভিভো এক্স৯০-তে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে।

উল্লেখ্য, Vivo X-সিরিজের স্মার্টফোনগুলি তার ক্যামেরার জন্য সুপরিচিত, রেগুলার Vivo X90-এ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৫৮ প্রাইমারি ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেলের সেকেন্ডারি আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ১২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। ডিভাইসটির ক্যামেরায় আপগ্রেড করা অভিজ্ঞতার জন্য ZEISS*T আবরণ এবং নতুন ভিভো ভি২ (Vivo V2) আইএসপি অন্তর্ভুক্ত থাকবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *