Vivo X90 আসছে সনি ক্যামেরা ও 120W চার্জিংয়ের সাথে, থাকছে দুর্দান্ত ডিসপ্লেও

চলতি বছরের এপ্রিল মাসে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ভিভো (Vivo) তাদের লেটেস্ট X80 সিরিজের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলি বাজারে লঞ্চ করেছে। আর বিগত কয়েক মাস ধরেই জল্পনা চলছে…

চলতি বছরের এপ্রিল মাসে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ভিভো (Vivo) তাদের লেটেস্ট X80 সিরিজের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলি বাজারে লঞ্চ করেছে। আর বিগত কয়েক মাস ধরেই জল্পনা চলছে যে, কোম্পানি এর উত্তরসূরি মডেলগুলির ওপর কাজ করছে। এমনকি, সাম্প্রতিক কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে, Vivo X90 সিরিজটি এবছর ডিসেম্বরে উন্মোচন করা হবে। এই সিরিজে অন্তর্ভুক্ত Vivo X90 Pro এবং X90 Pro+ মডেলগুলির মূল বিবরণ সম্প্রতি একটি রিপোর্টের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। আর এখন, এক জনপ্রিয় চীনা টিপস্টার আসন্ন স্ট্যান্ডার্ড Vivo X90-এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

ফাঁস হল Vivo X90-এর মূল বিবরণ

টেকগোইং -এর নতুন রিপোর্ট অনুযায়ী, টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো-এর একটি পোস্টে দাবি করেছেন যে, নতুন ভিভো এক্স৯০ ফোনে ১.৫কে (1.5K) রেজোলিউশনের ডিসপ্লে থাকবে। পূর্বসূরি মডেলের মতো, এটি একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যুক্ত অ্যামোলেড (AMOLED) প্যানেলের সাথে আসবে।

প্রসঙ্গত, স্মার্টফোন চিপসেট নির্মাতা মিডিয়াটেক (MediaTek) সম্ভবত আগামী মাসে (নভেম্বর) তাদের ফ্ল্যাগশিপ ডাইমেনসিটি ৯২০০ প্রসেসরটি লঞ্চ করবে। টিপস্টার জানিয়েছে যে এক্স৯০-তে ডাইমেনসিটি ৯২০০ থাকবে। এই আসন্ন প্রসেসরটি এক্স৮০ এবং এক্স৮০ প্রো-এর ডাইমেনসিটি ভ্যারিয়েন্টে ব্যবহৃত ডাইমেনসিটি ৯০০০-এর উত্তরসূরি হিসেবে আত্মপ্রকাশ করবে।

এছাড়াও, ডিজিট্যাল চ্যাট স্টেশন প্রকাশ করেছেন যে, নয়া Vivo X90 ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। টিপস্টার গত মাসে দাবি করেছিলেন যে ডিভাইসটি ৪,৭০০ এমএএইচ ডুয়েল-সেল ব্যাটারির সাথে আসবে। এই ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটে সনি আইএমএক্স৮ (Sony IMX8)-সিরিজের প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে অনুমান করা হচ্ছে৷ তিনি জানান যে, X80-এর তুলনায়, উত্তরসূরি X90 আরও উন্নত ধুলো এবং জল প্রতিরোধী ক্ষমতা অফার করবে। তবে, ডিভাইসটি আইপি৬৮ (IP68) সার্টিফিকেশনের সাথে আসবে না বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, সাম্প্রতিক রিপোর্টগুলি প্রকাশ করেছে যে, X90 সিরিজে অন্তর্ভুক্ত Vivo X90 Pro এবং X90 Pro+ মডেল দুটি স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত হবে। উভয় স্মার্টফোনই একটি ১ ইঞ্চির প্রাইমারি ক্যামেরা সেন্সরের সাথে আসবে বলে আশা করা হচ্ছে৷ X90 Pro-এ ১০০ ওয়াট চার্জিং সহ ৪,৮৭০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে, আর X90 Pro+-এ ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হতে পারে। এছাড়া, উচ্চতর Pro+ মডেলটি স্যামসাং অ্যামোলেড ই৬ ডিসপ্লে, এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজ সহ আসবে বলে আশা করা হচ্ছে।