এক্কেবারে ফাটাফাটি প্যাকেজ, ভেতর যতটা দুর্ধর্ষ বাইরেও ততটাই চমক দেখাবে Vivo X90s

ভিভোর পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে Vivo X90s আগামী ২৬ জুন চীনা বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে। বর্তমানে কোম্পানির...
Ananya Sarkar 23 Jun 2023 7:44 PM IST

ভিভোর পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে Vivo X90s আগামী ২৬ জুন চীনা বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে। বর্তমানে কোম্পানির অনলাইন স্টোরের পাশাপাশি, নানা ই-কমার্স সাইটে ফোনটির রিজার্ভেশন প্রক্রিয়া চলছে। এদিকে লঞ্চের আগেই এখন একটি সাইট থেকে Vivo X90s-এর মেমরি কনফিগারেশন এবং কালার অপশনগুলি সামনে এসেছে।

প্রকাশ্যে এল Vivo X90s স্টোরেজ সংস্করণ এবং রঙের বিকল্প

একটি চীনা ই-কমার্স পোর্টালের লিস্টিং অনুযায়ী, ভিভো এক্স৯০এস তিনটি র‍্যাম (এলপিডিডিআর৫এক্স) এবং স্টোরেজ অপশনে (ইউএফএস ৪.০) লঞ্চ হবে - ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ। প্রসঙ্গত, গত বছর লঞ্চ হওয়া মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্রসেসর দ্বারা চালিত স্ট্যান্ডার্ড ভিভো এক্স৯০ মডেলটি এগুলির পাশাপাশি, ১২৮ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ ভার্সনে উপলব্ধ৷ তবে মনে করা হচ্ছে, কোম্পানি সম্ভবত এক্স৯০এস-এর শুধুমাত্র ইউএফএস ৪.০ ভ্যারিয়েন্টই লঞ্চ করবে।

জানিয়ে রাখি, ভিভো এক্স৯০-এর মতো, এক্স৯০এস-ও কালো, লাল, ও সাদা রঙে আসবে। তবে, নীলের পরিবর্তে এক্স৯০এস সায়ান ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। বর্তমানে ফোনটির দাম সম্পর্কে কোনও তথ্য সামনে আসেনি। তবে সাম্প্রতিক রিপোর্টগুলি থেকে জানা গেছে যে, এতে লেটেস্ট ডাইমেনসিটি ৯২০০ প্লাস চিপসেট থাকবে এবং ওয়াই-ফাই ৭ কানেক্টিভিটি সাপোর্ট করবে। এগুলি ছাড়া, অন্যান্য স্পেসিফিকেশন এক্স৯০-এর সাথে অভিন্ন বলে মনে করা হচ্ছে।

Vivo X90s-এ কার্ভড এজ সহ ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এটি 1.5K রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম নির্ভর অরিজিন ওএস ৩.০ মোবাইল সফটওয়্যারে চলবে।

ফটোগ্রাফির জন্য, Vivo X90s-এর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ১২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সিস্টেম উপস্থিত থাকবে। আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo X90s-এ ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮১০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে।

Show Full Article
Next Story