Vivo Y01 ভারতে 9 হাজার টাকার কমে লঞ্চ হল, রয়েছে 5000mAh ব্যাটারি ও HD+ ডিসপ্লে
ভিভো আজ ভারতের বাজারে লঞ্চ করলো তাদের লেটেস্ট বাজেট হ্যান্ডসেট, Vivo Y01। এই নতুন ভিভো ফোনটি ওয়াটারড্রপ-স্টাইল ডিসপ্লে...ভিভো আজ ভারতের বাজারে লঞ্চ করলো তাদের লেটেস্ট বাজেট হ্যান্ডসেট, Vivo Y01। এই নতুন ভিভো ফোনটি ওয়াটারড্রপ-স্টাইল ডিসপ্লে নচ সহ এসেছে এবং এটি Mediatek Helio P35 অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত। এছাড়াও Vivo Y01 ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট সহ এসেছে। স্মার্টফোনটি দুটি ভিন্ন কালার অপশন অফার করে এবং এর ব্যাক প্যানেলে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর রয়েছে। দামের নিরিখে Vivo Y01 ফোনটি এদেশের বাজারে Redmi 10A এবং Samsung Galaxy M02-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। আসুন এই নতুন ভিভো বাজেট হ্যান্ডসেটটির দাম ও সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
ভারতে ভিভো ওয়াই০১-এর দাম (Vivo Y01 Price in India)
ভারতে ভিভো ওয়াই০১-এর ২ জিবি র্যাম + ৩২ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৮,৯৯৯ টাকা। ফোনটি এলিগ্যান্ট ব্ল্যাক এবং স্যাফায়ার ব্লু - এই দুই কালার অপশনে বাজারে উপলব্ধ রয়েছে। আগ্রহী ক্রেতারা ভিভো ই-স্টোরের পাশাপাশি অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমেও হ্যান্ডসেটটি কিনতে পারবেন। যদিও সংস্থার তরফে এর উপলব্ধতা সম্পর্কে সঠিক বিবরণ এখনও প্রকাশ করা হয়নি। প্রসঙ্গত গত মার্চ মাসে, ভিভো ওয়াই০১ কিছু আফ্রিকান বাজারে একই স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করা হয়েছিল।
ভিভো ওয়াই০১-এর স্পেসিফিকেশন (Vivo Y01 Specifications)
ডুয়েল-সিমের (ন্যানো) ভিভো ওয়াই০১ ফোনে ২০:৯ অ্যাসপেক্ট রেশিও সহ ৬.৫১ ইঞ্চির এইচডি+ (৭২০x১,৬০০ পিক্সেল) হ্যালো ফুল ভিউ ডিসপ্লে আছে। ডিসপ্লেতে ভিভোর নেটিভ আই প্রোটেকশন মোড সাপোর্ট করে, যা ফোনের ব্লু লাইটের নির্গমন কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর দ্বারা চালিত। এতে ২ জিবি র্যাম এবং ৩২ জিবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ ১ টেরাবাইট বাড়ানো সম্ভব। ভিভো ওয়াই০১ অ্যান্ড্রয়েড ভিত্তিক ফানটাচ ওএস ১১.১ (Funtouch OS 11.1) কাস্টম স্কিনে রান করে।
ফটোগ্রাফির জন্য, Vivo Y01-এর ব্যাক প্যানেলে সিঙ্গেল ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর উপস্থিত রয়েছে, যা একটি এলইডি ফ্ল্যাশের সাথে যুক্ত। আবার ফোনের সামনে সেলফি ও ভিডিও চ্যাটের জন্য ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও বর্তমান। এছাড়া Vivo Y01-এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস/ এ-জিপিএস এবং মাইক্রো-ইউএসবি পোর্ট। নিরাপত্তার জন্য এই নয়া ভিভো হ্যান্ডসেটে 'ফেস ওয়েক' ফিচারটি রয়েছে, যা ডিভাইসের সামনের দিকে তাকিয়ে এটি আনলক করতে সহায়তা করে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y01 শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা একবার চার্জে অনেক ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ প্রদান করে।