Vivo একদম জলের দরে ভারতে চমৎকার ফোন লঞ্চ করতে চলেছে, দাম শুনলেই কিনতে ছুটবেন
ব্র্যান্ড ভিভো সম্প্রতি ইন্দোনেশিয়ার বাজারে তাদের Y-সিরিজের অধীনে ভিভো Y02 লঞ্চ করেছে। এই বাজেট রেঞ্জের ডিভাইসটি Y01-এর...ব্র্যান্ড ভিভো সম্প্রতি ইন্দোনেশিয়ার বাজারে তাদের Y-সিরিজের অধীনে ভিভো Y02 লঞ্চ করেছে। এই বাজেট রেঞ্জের ডিভাইসটি Y01-এর উত্তরসূরি হিসেবে বাজারে এসেছে। ভিভো খুব শীঘ্রই ভারতে এই নতুন ফোনটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। যদিও, কোম্পানি এখনও ফোনটির লঞ্চের তারিখ ঘোষণা করেনি, তবে এক জনপ্রিয় টিপস্টার দাবি করেছেন যে, Vivo Y02 চলতি সপ্তাহের শেষের দিকেই ভারতের বাজারে পা রাখবে। এছাড়াও এদেশে আসন্ন ভিভো স্মার্টফোনটির মার্কেটিং ইমেজগুলিও অনলাইনে শেয়ার হয়েছে। যা ইঙ্গিত দিয়েছে যে, Y02-এর ভারতীয় মডেলটি ইন্দোনেশিয়ান সংস্করণের মতো একই ডিজাইন এবং স্পেসিফিকেশন অফার করবে। আসুন তাহলে আসন্ন ভারত লঞ্চের আগে, Vivo Y02-এর স্পেসিফিকেশন, ফিচার এবং অন্যান্য বিবরণগুলি দেখে নেওয়া যাক।
Vivo Y02 খুব শীঘ্রই আসছে ভারতের বাজারে
ভিভো ওয়াই০২ ফোনটি কোম্পানির সবচেয়ে সাশ্রয়ী স্মার্টফোনগুলির মধ্যে একটি হবে। ভারতে ডিভাইসটির দাম ৯,০০০ টাকারও কম হবে বলে জানা গেছে। কিছুদিন আগে ভিভোর এই ওয়াই-সিরিজের হ্যান্ডসেটটি ভারতে ৮,৪৪৯ টাকায় লঞ্চ হবে বলে দাবি করা হয়েছিল। একইসাথে লঞ্চের সময় কোম্পানি ডিভাইসটির সাথে ১,০০০ টাকার ক্যাশব্যাকও অফার করবে বলে শোনা যাচ্ছে। পারস গুগলানি টুইটে ভিভো ওয়াই০২-এর কিছু মার্কেটিং মেটেরিয়াল শেয়ার করেছেন।
প্রসঙ্গত, ভারতের বাজারে লঞ্চের আগে বিপণন সামগ্রীগুলি থেকে জানা গেছে যে, ভিভো ওয়াই০২-তে এইচডি+ রেজোলিউশন সহ ৬.৫১ ইঞ্চির হালো ফুলভিউ ডিসপ্লে থাকবে। ডিভাইসটি একটি ২.৫ডি ইউনিবডি ডিজাইনের সাথে আসবে এবং এতে একটি ফ্ল্যাট ফ্রেম থাকবে। ছবিগুলিতে ফোনের অর্কিড ব্লু (বেগুনি) কালার ভ্যারিয়েন্টটিকে প্রদর্শন করা হয়েছে, তবে এটি কসমিক গ্রে কালারেও উপলব্ধ হবে বলে আশা করা যায়।
আবার, এই চিত্রগুলি ছাড়াও মার্কেটিং মেটেরিয়ালটি প্রকাশ করে যে, Vivo Y02 মডেলটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে৷ ডিভাইসটি ৮.৪৯ মিলিমিটার পুরু হবে। হ্যান্ডসেটটির ব্যাক প্যানেলে একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল দেখা যাবে, যার মধ্যে এলইডি ফ্ল্যাশ সহ একটি ৮ মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা সেটআপ অবস্থান করবে। এর টিজ করা কিছু ক্যামেরা ফিচারগুলির মধ্যে রয়েছে, ফেস বিউটি এবং টাইম-ল্যাপস।
তবে, যেহেতু এই ভিভো হ্যান্ডসেটটি ইন্দোনেশিয়ার মার্কেটে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে, তাই এর অন্যান্য স্পেসিফিকেশনগুলিও আর অজানা নেই। সেকারণে আশা করা হচ্ছে, ভারতে আসন্ন Vivo Y02-এর ডিসপ্লেটি স্ট্যান্ডার্ড ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করবে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও পি২২ প্রসেসর দ্বারা চালিত হবে। ভারতে, ফোনটি সম্ভবত ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ লঞ্চ হবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত সম্প্রসারণও করা যাবে। সেলফির জন্য, Y02-এর স্ক্রিনের ওপরের ওয়াটার-ড্রপ নচটিতে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। এতে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাকও অন্তর্ভুক্ত থাকবে। Vivo Y02 অ্যান্ড্রয়েড ১২ (গো এডিশন) ভিত্তিক ফানটাচ ওএস ১২ (FunTouchOS 12) কাস্টম স্কিনে রান করবে।