Vivo Y02 সস্তায় বড় ডিসপ্লে ও ৫০০০ mAh ব্যাটারির সাথে লঞ্চ হল, দাম ৮ হাজার টাকার কম

Vivo চুপিচুপি তাদের সস্তা ফোন Vivo Y02 লঞ্চ করল, যার দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম। Vivo Y01 এর উত্তরসূরীতে পাওয়া যাবে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে…

Vivo চুপিচুপি তাদের সস্তা ফোন Vivo Y02 লঞ্চ করল, যার দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম। Vivo Y01 এর উত্তরসূরীতে পাওয়া যাবে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আবার এতে দেওয়া হয়েছে অক্টা কোর প্রসেসর, অ্যান্ড্রয়েড ১২ (গো এডিশন) অপারেটিং সিস্টেম সহ মাইক্রো এসডি কার্ড সাপোর্ট। Vivo Y02 আপাতত ইন্দোনেশিয়ায় লঞ্চ হয়েছে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

ভিভো ওয়াই০২ দাম – Vivo Y02 Price

ভিভো ওয়াই০২ এর দাম রাখা হয়েছে ১,৪৯৯,০০০ ইন্দোনেশিয়ান রুপিহা (প্রায় ৭,৭৭৬ টাকা)। এই মূল্য ফোনটির কোন ভ্যারিয়েন্টের তা এখনও স্পষ্ট নয়। ফোনটি ২ ও ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। এটি অর্কিড ব্লু ও কসমিক গ্রে কালারে এসেছে। খুব শীঘ্রই ফোনটি ভারতে আসবে বলে অনুমান করা যায়।

ভিভো ওয়াই০২ স্পেসিফিকেশন ও ফিচার – Vivo Y02 Specifications and Features

ভিভো ওয়াই০২ ফোনে আছে ৬.৫১ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬০০ পিক্সেল) আইপিএস এলসিডি। ওয়াটার ড্রপ নচ ডিজাইনের এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ২০:৯। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে অক্টা কোর প্রসেসর। মনে হচ্ছে এটি মিডিয়াটেক হেলিও পি২২ প্রসেসর হতে পারে। এছাড়া ফোনটি ৩ জিবি পর্যন্ত র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ সহ এসেছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ব্যবহারকারীরা আরও স্টোরেজ বাড়াতে পারবে।

ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, Vivo Y02 ফোনে এলইডি ফ্ল্যাশ সহ ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই। তবে ফেস আনলক ফিচার উপলব্ধ।

পাওয়ার ব্যাকআপের জন্য এই হ্যান্ডসেটে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, মাইক্রো ইউএসবি পোর্ট ও ৩.৫মিমি অডিও জ্যাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *