৯ হাজার টাকার কমে Vivo আনছে ফিচারে ঠাসা ফোন, লঞ্চের আগেই ভিডিও ও দাম এল সামনে

Vivo সম্প্রতি তাদের হোম-মার্কেটে লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Vivo X90 লঞ্চ করেছে। এখন আবার সংস্থাটি একটি...
SUPARNA 28 Nov 2022 2:13 PM IST

Vivo সম্প্রতি তাদের হোম-মার্কেটে লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Vivo X90 লঞ্চ করেছে। এখন আবার সংস্থাটি একটি এন্ট্রি-লেভেল হ্যান্ডসেট আনার পরিকল্পনা করছে। এক্ষেত্রে আপকামিং Vivo Y02 স্মার্টফোনকে খুব শীঘ্রই আমরা বাজারে দেখতে পাবো বলে আশা করা হচ্ছে। সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, ফোনটি ২৮শে নভেম্বর অর্থাৎ আজ বিশ্ব বাজারে আত্মপ্রকাশ করবে এবং ভারত হয়তো ডিসেম্বরের প্রথম সপ্তাহে লঞ্চ হতে চলেছে৷ ওই রিপোর্টে, ফোনের রেন্ডারও প্রকাশ করা হয়েছিল। আর এখন এই আসন্ন Vivo স্মার্টফোনের একটি লাইভ ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে ডিভাইসটির বাইরের ডিজাইন স্পষ্ট ভাবে দেখা গেছে এবং কালার ভ্যারিয়েন্ট সম্পর্কেও তথ্য পাওয়া গেছে। চলুন Vivo Y02 স্মার্টফোনের লাইভ ইমেজ সহ কি কি ফিচার সামনে এসেছে জেনে নেওয়া যাক।

লঞ্চের আগেই প্রকাশ্যে এল Vivo Y02 স্মার্টফোনের লাইভ ভিডিও ও ফিচার

২০২২ সালের শেষ প্রান্তিকে এসে ভিভো তাদের লেটেস্ট এন্ট্রি-লেভেল অফারিং ওয়াই০২ -কে হয়তো খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে। যার দরুন ডিভাইসটি অফিসিয়াল হওয়ার আগেই, অনলাইনে এটির লাইভ হ্যান্ডস-অন ইমেজ এবং ভিডিও শেয়ার করা হয়েছে, যা কিনা পূর্বে প্রকাশিত রেন্ডারের অনুরূপ। একটি রিটেল সোর্স দ্বারা শেয়ার করা লাইভ ভিডিও অনুসারে, আলোচ্য ফোনটি ফ্ল্যাট ফ্রেমের ডিজাইন এবং অর্কিড ব্লু ও কসমিক গ্রে - এই দুটি কালার বিকল্পে আসবে। এর রিয়ার প্যানেলে থাকা একটি আয়তক্ষেত্রাকার কাটআউটের উপরে বড় বৃত্তাকার ক্যামেরা মডিউল কাটআউট দেখা গেছে, যাতে একক-ক্যামেরা সেন্সর এবং একটি LED ফ্ল্যাশ বিদ্যমান রয়েছে। আবার ডিভাইসের বাম প্রান্তে রয়েছে একটি সিম ট্রে এবং ডান মেরুতে দেখা গেছে ভলিউম কী সমেত পাওয়ার বাটন।

ভিভো ওয়াই০২ ফোনের সামনের দিকে অর্থাৎ ডিসপ্লের শীর্ষে একটি ওয়াটার-ড্রপ নচ কাটআউট রয়েছে। ডিসপ্লের চারিধারে পরিবেষ্টিত বেজেল সরু, যদিও নিচের দিকে তুলনায় মোটা বেজেল দেখা গেছে। ডিভাইসের একদম নীচের প্রান্তে একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক স্লট এবং স্পিকার গ্রিলের মধ্যে ইউএসবি টাইপ-সি পোর্টকে অবস্থান করতে দেখা গেছে।

স্পেসিফিকেশনের সম্পর্কে বললে, Vivo Y02 স্মার্টফোনে ৬.৫১-ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হবে। ডিভাইসের পেছনে একটি ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং সেলফির জন্য সামনে একটি ৫ মেগাপিক্সেলেরে ফ্রন্ট-ফেসিং সেন্সর থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য এটি ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ আসবে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। এতে ডিফল্ট ভাবে ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ মিলবে। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ক্যাপাসিটি ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

তদুপরি পারফরম্যান্সের জন্য এই লো-বাজেট হ্যান্ডসেটে ব্যবহার করা হতে পারে মিডিয়াটেক হেলিও পি২২ প্রসেসর। এটি গত বছরের অ্যান্ড্রয়েড ১২ গো এডিশনে রান করবে, যাতে ফানটাচ ওএস ১২ (Funtouch OS 12) কাস্টম স্কিন থাকবে।

দামের নিরিখে একটি শোপি থাইল্যান্ড লিস্টিং প্রকাশ করেছে যে, Vivo Y02 -এর দাম ৩,৭৯৯ থাই ভাট রাখা হবে। অর্থাৎ ফোনটি ভারতীয় বাজারে মোটামুটি ৮,৪৯৯ টাকা থেকে ৮,৭০০ টাকার প্রাইস রেঞ্জে আসতে পারে।

Show Full Article
Next Story