খুব সস্তায় নতুন ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে Vivo, লঞ্চের আগেই সম্পূর্ণ স্পেসিফিকেশন দেখে নিন
Vivo Y35+, Y36 এবং আরও কয়েকটি মডেল সহ সম্প্রতি Y-সিরিজের অনেকগুলি স্মার্টফোন লঞ্চ করেছে ভিভো। এই ফোনগুলির মধ্যে কিছু...Vivo Y35+, Y36 এবং আরও কয়েকটি মডেল সহ সম্প্রতি Y-সিরিজের অনেকগুলি স্মার্টফোন লঞ্চ করেছে ভিভো। এই ফোনগুলির মধ্যে কিছু বিশ্বের নির্বাচিত কয়েকটি দেশে মুক্তি পেয়েছে, আবার কিছু চীনের মার্কেটে মধ্যেই সীমাবদ্ধ। এদিকে ভিভো এখন আরেকটি বাজেট স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যার নাম Vivo Y02t। ইতিমধ্যেই ডিভাইসটির সম্পর্কে বহু তথ্য সামনে এসেছে। আর এখন, Y02t সংযুক্ত আরব আমিরাতের টিডিআরএ (TDRA) সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে, যা শীঘ্রই লঞ্চের ইঙ্গিত করছে।
Vivo Y02t-কে দেখা গেল TDRA-এর সাইটে
V2254 (গ্লোবাল) মডেল নম্বর সহ ভিভো ওয়াই০২টি টেলিকমিউনিকেশন অ্যান্ড ডিজিট্যাল গভর্নমেন্ট রেগুলেটরি অথরিটি (TDRA)-এর ওয়েবসাইটে উপস্থিত হয়েছে। মডেল নম্বর ছাড়া, সার্টিফিকেশন থেকে উল্লেখযোগ্য কোনও তথ্য সামনে আসেনি। প্রসঙ্গত, একই নামের ভিভোর একটি ফোন বর্তমানে ভারতে কেনার জন্য উপলব্ধ। তবে, ভিভো ওয়াই০২টি এর এই ভ্যারিয়েন্টটি গ্লোবাল মার্কেটকে লক্ষ্য করে আনা হচ্ছে।
ভিভো ওয়াই০২টি ভারতের মতো একই স্পেসিফিকেশন সহ গ্লোবাল মার্কেটে আসবে বলে অনুমান। স্মার্টফোনটি ২৭০ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ৭২০ x ১,৬০০ পিক্সেলের স্ক্রিন রেজোলিউশন সহ ৬.৫ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লের সাথে এসেছে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও পি৩০ প্রসেসর দ্বারা চালিত, যা মালি-জি৭১ এমপি২ জিপিইউ, ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজের সাথে যুক্ত। ভিভো ওয়াই০২টি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করে।
ফটোগ্রাফির জন্য, Vivo Y02t-এর রিয়ার প্যানেলে একটি ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং সামনে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। ডিভাইসটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা ১৮ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। Vivo Y02t ব্ল্যাক এবং গোল্ডেন কালারের সাথে এসেছে। স্মার্টফোনটির ভারতীয় সংস্করণ ইতিমধ্যেই ফ্লিপকার্টে ৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।