বাজেটের মধ্যে ফাস্ট চার্জিং সাপোর্ট সহ অনেক ফিচার, Vivo Y03 স্মার্টফোন শীঘ্রই বাজারে এন্ট্রি নিচ্ছে

Vivo খুব শীঘ্রই বাজেট-রেঞ্জের অধীনে একটি নতুন স্মার্টফোন ঘোষণা করতে চলেছে। Vivo Y03 নামের মডেলটি ইতিমধ্যেই Bluetooth SIG...
SUMAN 9 Feb 2024 4:42 PM IST

Vivo খুব শীঘ্রই বাজেট-রেঞ্জের অধীনে একটি নতুন স্মার্টফোন ঘোষণা করতে চলেছে। Vivo Y03 নামের মডেলটি ইতিমধ্যেই Bluetooth SIG সার্টিফিকেশন সাইট দ্বারা অনুমোদিত হয়েছে। আবার এখন এই একই মডেলকে সিঙ্গাপুরের 'ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি' (IMDA) এবং 'চীনা কোয়ালিটি সার্টিফিকেশন সেন্টার' (CQC) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হতে দেখা গেল, যা একাধিক আঞ্চলিক বাজারে Vivo Y03 স্মার্টফোনের সত্বর লঞ্চেরই ইঙ্গিত দিচ্ছে।

Vivo Y03 স্মার্টফোন IMDA এবং CQC সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেল

IMDA সার্টিফিকেশন সাইটের লিস্টিং নিশ্চিত করেছে যে, ভিভো ওয়াই০৩ স্মার্টফোন V2332 মডেল নম্বর সহ আসবে। এতে স্ট্যান্ডার্ড ব্লুটুথ এবং ওয়াইফাই ক্যাপাসিটি সাপোর্ট করবে। অন্যদিকে CQC সার্টিফিকেশন সাইট থেকে জানা যাচ্ছে, আসন্ন হ্যান্ডসেটে ১৫ ওয়াট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে।

প্রসঙ্গত আগেই বলেছি, ডিভাইসটি হালফিলে ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন প্ল্যাটফর্ম দ্বারাও অনুমোদিত হয়েছে। এই সাইটের লিস্টিং অনুসারে, ভিভো ব্র্যান্ডিংয়ের এই লেটেস্ট ফোন কানেক্টিভিটির জন্য ব্লুটুথ ৫.০ ভার্সন সহ আসবে। ভিভো ওয়াই০৩ ফোনের অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে এই মুহূর্তে আর কিছু জানা সম্ভব হয়নি।

জানিয়ে রাখি, আসন্ন Vivo Y03 মডেলটি ২০২২ সালে আত্মপ্রকাশ করা Vivo Y02 ফোনের সাক্সেসর ভার্সন হিসাবে আসবে। ফলে আশা করা যায় যে ডিভাইস দুটির মধ্যে কিছু হলেও ফিচারগত সদৃশ্যতা বিদ্যমান থাকবে। নিচে পূর্বসূরির স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করা হল…

Vivo Y02 এর স্পেসিফিকেশন

Vivo Y02 ফোনে ৬.৫১-ইঞ্চির এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে প্যানেল আছে। এটি মিডিয়াটেক হেলিও পি২২ প্রসেসর এবং পাওয়ারভিআর জিই৮৩২০ জিপিইউ সহ এসেছে। স্টোরেজ হিসাবে ৩ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৩২ জিবি মেমরি পাওয়া যাবে। ক্যামেরা বিভাগের কথা বললে, উক্ত ডিভাইসে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের সেলফি সেন্সর বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা মাইক্রো ইউএসবি পোর্টের মাধ্যমে ১০ ওয়াট চার্জিং সমর্থন করে৷

Show Full Article
Next Story