লঞ্চের আগে দাম প্রকাশ্যে, Vivo Y100 ভারতে আসছে 7 দিনের মধ্যে, কালার চেঞ্জিং প্যানেল সহ ফাটাফাটি ফিচার
সম্প্রতি Vivo Y100 কে ঘিরে টেক পাড়ায় আলোচনা শুরু হয়েছে। এমনকি ভিভোও বিভিন্ন টিজারের মাধ্যমে তাড়াতাড়িই স্মার্টফোনটির...সম্প্রতি Vivo Y100 কে ঘিরে টেক পাড়ায় আলোচনা শুরু হয়েছে। এমনকি ভিভোও বিভিন্ন টিজারের মাধ্যমে তাড়াতাড়িই স্মার্টফোনটির লঞ্চ নিশ্চিত করেছে। এই এটি হালকা-পাতলা ডিজাইন এবং রঙ-পরিবর্তনকারী ব্যাক প্যানেলের সাথে আসবে বলে জানানো হয়েছে। যদিও, Vivo Y100 এর লঞ্চের তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে এখন এক টিপস্টারের সৌজন্যে ফোনটির দামের পাশাপাশি লঞ্চের টাইমলাইনও প্রকাশ্যে এসেছে। আসুন এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Vivo Y100 খুব শীঘ্রই আসতে চলেছে ভারতের বাজারে
ভিভো ওয়াই১০০ মোটামুটি ভাল স্পেসিফিকেশন এবং ফিচার সহ একটি মিড-রেঞ্জ স্মার্টফোন হিসাবে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। টিপস্টার পারস গুগলানি বলেছেন যে, ভারতীয় বাজারে এই ফোনটির দাম ২৭,০০০ টাকা ২৯,০০০ টাকার মধ্যে থাকতে পারে৷ এছাড়াও তিনি দাবি করেছেন যে, ডিভাইসটি আগামী ৫-৭ দিনের মধ্যে এদেশে লঞ্চ হবে। আর টিপস্টার প্রদত্ত টাইমলাইনটি ন্যায্য বলে মনে হচ্ছে, কেননা ভিভো ইতিমধ্যেই স্মার্টফোনটিকে টিজ করা শুরু করেছে। তাই আশা করা হচ্ছে শীঘ্রই এটি আনুষ্ঠানিকভাবে বাজারে পা রাখবে।
টিপস্টার ভিভো ওয়াই১০০-এর স্পেসিফিকেশনগুলিও প্রকাশ করেছেন। এই ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৩ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। ডিভাইসটি ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর দ্বারা চালিত হতে পারে।
ফটোগ্রাফির জন্য, Vivo Y100-এর রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা ইউনিট থাকবে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দ্বারা গঠিত হতে পারে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y100-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসতে পারে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করবে বলে শোনা যাচ্ছে, যা সত্য হলে গ্রাহকদের কাছে বেশ হতাশাজনক হবে।