প্রিমিয়াম লুক সহ ডুয়েল রিয়ার ক্যামেরা, Vivo Y100 5G চলতি সপ্তাহে বাজারে এন্ট্রি নিচ্ছে

চলতি বছরের শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল Vivo Y100 5G। এবার একই নামে চীনে একটি ডিভাইস লঞ্চ হতে চলেছে। তবে এর ডিজাইন ও স্পেসিফিকেশন ভিন্ন হবে।…

চলতি বছরের শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল Vivo Y100 5G। এবার একই নামে চীনে একটি ডিভাইস লঞ্চ হতে চলেছে। তবে এর ডিজাইন ও স্পেসিফিকেশন ভিন্ন হবে। আগামী ২৭ অক্টোবর চীনে এই ডিভাইসের উপর থেকে পর্দা সরানো হবে। উল্লেখ্য, এতদিন চীনে কেবল অফলাইন মার্কেটে ওয়াই সিরিজের ফোন পাওয়া যেত‌। তবে ১২ বছর পর এই প্রথমবার ওয়াই সিরিজের কোনো ডিভাইস অনলাইন স্টোরে লঞ্চ হবে।

আগেই বলেছি নতুন Vivo Y100 5G ফোনের ডিজাইন আগের মডেলের থেকে ভিন্ন হবে। এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সহ এলইডি ফ্ল্যাশ থাকবে। ডিভাইসটি প্রিমিয়াম লুক অফার করবে। এতে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যাবে। এছাড়া হ্যান্ডসেটটির অন্যান্য স্পেসিফিকেশন এখনও অজানা। তবে আশা করা যায় যে, এটি ভারতীয় Vivo Y100 এর থেকে কিছু ফিচার ধার করবে।

Vivo Y100 5G এর ভারতীয় ভ্যারিয়েন্টের ফিচার

ভিভো ওয়াই১০০ ৫জি মডেলে ৬.৩৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৩০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর। পাশাপাশি এতে আছে ৮ জিবি ফিজিক্যাল + ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ কাস্টম স্কিনে চলে।

ফটোগ্রাফির জন্য ভিভো ওয়াই১০০ ৫জি ডিভাইসের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ওআইএস সাপোর্ট সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও দুটি ২ মেগাপিক্সেল সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে মাইক্রো এসডি কার্ড স্লট ও ৩.৫ মিমি অডিও জ্যাক পাওয়া যাবে।