সস্তায় মারাত্মক সব ফিচার্স! 64MP ক্যামেরা, 24 জিবি অব্দি র্যাম সহ লঞ্চ হল Vivo Y100
ভিভো আজ Y-সিরিজের একটি ব্র্যান্ড-নিউ স্মার্টফোন লঞ্চ করেছে। Vivo Y100 5G নামক সেই ফোনটিতে ওলেড (OLED) ডিসপ্লে, Qualcomm...ভিভো আজ Y-সিরিজের একটি ব্র্যান্ড-নিউ স্মার্টফোন লঞ্চ করেছে। Vivo Y100 5G নামক সেই ফোনটিতে ওলেড (OLED) ডিসপ্লে, Qualcomm Snapdragon 695 প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরার মতো আকর্ষণীয় সব ফিচার্স রয়েছে। চলুন ফোনটির দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Vivo Y100 5G-এর ডিজাইন এবং স্পেসিফিকেশন
ভিভো ওয়াই১০০ ৫জি-তে লম্বা ৬.৭৮ ইঞ্চির কার্ভড ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ফুলএইচডি+ রেজোলিউশন, লো ব্লু লাইট প্রোটেকশন এবং ১,২০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। ডিভাইসটি ৭.৪৯ মিলিমিটার স্লিম ও ওজন ১৭২ গ্রাম (স্টারি ব্ল্যাক)/ ১৮৪ গ্রাম (গ্লাস ব্লু)। সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেট হওয়া সত্ত্বেও, ভিভো ফোনটির রিয়ার শেলে টেক্সচার্ড গ্লাস ডিজাইনের সাথে প্রিমিয়াম লুক অফার করেছে।
উন্নত পারফরম্যান্সের জন্য, ভিভো ওয়াই১০০ ৫জি-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর রয়েছে, যা সর্বোচ্চ ১২ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত। এর সাথে, অতিরিক্ত ১২ জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্টও মিলবে। ফটোগ্রাফির জন্য, ফোনটির পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স দ্বারা গঠিত। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y100 5G ফোনটি বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটির অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে আইপি৫৪ (IP54)-রেটিং প্রাপ্ত জল এবং ধুলো প্রতিরোধী বিল্ড, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অ্যান্ড্রয়েড ১৩ ওএ ভিত্তিক অরিজিনওএস ৩ (OriginOS 3) কাস্টম স্কিন এবং ফেস রিকগনিশন।
Vivo Y100 5G-এর মূল্য এবং লভ্যতা
চীনে লঞ্চ হওয়া Vivo Y100 5G একাধিক কালার অপশনে পাওয়া যাবে - স্টারি ব্ল্যাক, গ্লাস ব্লু এবং একটি বিশেষ টেক্সচারযুক্ত গ্রীন মডেল। এই স্মার্টফোনটির বেস ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম দাম রাখা হয়েছে ১,৩৯৯ ইউয়ান (প্রায় ১৫,৯১৫ টাকা)। অন্যদিকে, ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য যথাক্রমে ১,৫৯৯ ইউয়ান (প্রায় ১৮,৪০৫ টাকা) এবং ১,৭৯৯ ইউয়ান (প্রায় ২০,৪৬৫ টাকা)।
আর Vivo Y100 5G-এর টপ এন্ড ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২০,৭৪০ টাকা)। এটি বর্তমানে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ এবং এর সেল শুরু হচ্ছে আগামী ৪ নভেম্বর থেকে। ফোনটি গ্লোবাল মার্কেটে আসবে কিনা, তা এখনও কোম্পানির তরফে নিশ্চিত করা হয়নি।