আলোয় রং বদলানোর বৈশিষ্ট্য Vivo-র নতুন ফোনে, লঞ্চের আগেই স্পেসিফিকেশন-দাম ফাঁস

গত কয়েক সপ্তাহ ধরে ভিভোর Y-সিরিজে অন্তর্ভুক্ত Vivo Y100 স্মার্টফোনটিকে নিয়ে একাধিক খবর সামনে এসেছে। সম্প্রতি ভারতের...
Ananya Sarkar 14 Feb 2023 6:04 PM IST

গত কয়েক সপ্তাহ ধরে ভিভোর Y-সিরিজে অন্তর্ভুক্ত Vivo Y100 স্মার্টফোনটিকে নিয়ে একাধিক খবর সামনে এসেছে। সম্প্রতি ভারতের একটি অফলাইন খুচরো বিক্রেতা ফোনটির বিক্রিও শুরু করে দিয়েছে বলে জানা গেছে। তবে কোম্পানির তরফে এখনও আনুষ্ঠানিকভাবে ডিভাইসটি লঞ্চের ঘোষণা আসেনি। শোনা যাচ্ছে Vivo Y100 পরশুদিন অর্থাৎ আগামী ১৬ ফেব্রুয়ারি ভারতে আসবে। তার আগে এখন, এক টিপস্টারের সৌজন্যে ডিভাইসটির স্পেসিফিকেশনের পাশাপাশি ভারতীয় মূল্য এবং রেন্ডারও প্রকাশ্যে এসেছে। চলুন তাহলে এগুলি দেখে নেওয়া যাক।

সামনে এল Vivo Y100-এর প্রধান স্পেসিফিকেশন, মূল্যের বিবরণ ও রেন্ডার

ফাঁস হওয়া রেন্ডারগুলি ভিভো ওয়াই১০০-এর ফ্রন্ট ও রিয়ার প্যানেলের ডিজাইন এবং কালার অপশনগুলি প্রকাশ করেছে। রেন্ডার অনুযায়ী, ডিভাইসটির সামনে একটি বেশ চওড়া চিনের সাথে একটি ওয়াটারড্রপ নচ থাকবে। অন্যদিকে, ফোনটির পিছনে দুটি বৃত্তাকার মডিউল সহ বড় আয়তক্ষেত্রাকার ক্যামেরা আইল্যান্ড দেখা যাবে। রেন্ডারগুলি প্রকাশ করেছে যে, ভিভো ওয়াই১০০ তিনটি কালার অপশনে আসবে: গোল্ড, ব্লু এবং ব্ল্যাক। আর সবচেয়ে উল্লেখযোগ্যভাবে, এর রিয়ার প্যানেলটি সূর্যের আলোয় রঙ পরিবর্তন করতে সক্ষম হবে।

স্পেসিফিকেশনগুলির কথা বললে, এটিতে ৬.৩৮ ইঞ্চি অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে বলে জানা গেছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ফুলএইচডি রেজোলিউশন এবং ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করবে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর দ্বারা চালিত হবে, যা ৮ জিবি র‍্যামের সাথে যুক্ত থাকবে। এটি সম্ভবত ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ অফার করবে এবং অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (FunTouch OS 13) ইউজার ইন্টারফেসে চলবে।

ফটোগ্রাফির জন্য, Vivo Y100-এর রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দ্বারা গঠিত হবে। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y100 ফোনটি ৪,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে আসবে বলে মনে করা হচ্ছে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ৪৪ ওয়াট পর্যন্ত ফ্ল্যাশচার্জ সাপোর্ট করবে। ভিভোর এই আসন্ন ফোনটি স্টোরেজ সম্প্রসারণের জন্য একটি হাইব্রিড মাইক্রোএসডি কার্ড স্লটের সাথেও আসতে পারে। এছাড়াও, Vivo Y100-তে জল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি৫৪ (IP54) রেটিং এবং নিরাপত্তার জন্য ইন- ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে। সবশেষে, দাবি করা হয়েছে যে Y100-এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ভারতে প্রায় ২৪,৯৯৯ টাকা প্রাইস ট্যাগের সাথে বিক্রি হবে।

Show Full Article
Next Story