Vivo Y100t 5G ধামাকাদার ফিচারের সাথে লঞ্চ হল, 64MP ক্যামেরা সহ কি নেই এই ফোনে
Vivo তাদের Y100 সিরিজের নতুন ফোন চীনে লঞ্চ করেছে, যার নাম Vivo Y100t 5G। এর আগে এই সিরিজের অধীনে Vivo Y100 ও Vivo Y100i...Vivo তাদের Y100 সিরিজের নতুন ফোন চীনে লঞ্চ করেছে, যার নাম Vivo Y100t 5G। এর আগে এই সিরিজের অধীনে Vivo Y100 ও Vivo Y100i বাজারে এসেছিল। তবে এই দুটি ফোনের থেকেও শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ হয়েছে Vivo Y100t 5G, এতে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ চিপসেট। আসুন এর দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Vivo Y100t 5G Price (ভিভো ওয়াই১০০টি ৫জি ফোনের দাম)
Vivo Y100t 5G এর দাম এখনো ঘোষণা করা হয়নি। তবে আগামী ২৩ ফেব্রুয়ারি এর মূল্য জানানো হবে বলে নিশ্চিত করা হয়েছে। এই দিন থেকেই ফোনটির সেল শুরু হবে। এটি হোয়াইট ও ব্লু কালার সহ এসেছে।
Vivo Y100t 5G Specifications & Features (ভিভো ওয়াই১০০টি ৫জি এর বিশেষত্ব)
ভিভো ওয়াই১০০টি ৫জি ফোনে আছে ৬.৬৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ৮ জিবি ও ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। এতে ৮ জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে। ভিভো ওয়াই১০০টি ৫জি মডেলে অ্যান্ড্রয়েড ভিত্তিক অরিজিন ওএস কাস্টম স্কিন উপস্থিত।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য Vivo Y100t 5G ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এর অন্যান্য ফিচার হল - এনএফসি, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ৩.৫মিমি হেডফোন জ্যাক।