Vivo Y17s: ভারতে নতুন বাজেট ফোন আনছে ভিভো, অল্প দামে সবার মন জিতে নিতে প্রস্তুত
ভিভো (Vivo) ইদানিং তাদের Y-সিরিজ অধীনে প্রায় প্রতি মাসেই একটি করে নতুন স্মার্টফোন লঞ্চ করে করছে। সম্প্রতি, ব্র্যান্ডটি...ভিভো (Vivo) ইদানিং তাদের Y-সিরিজ অধীনে প্রায় প্রতি মাসেই একটি করে নতুন স্মার্টফোন লঞ্চ করে করছে। সম্প্রতি, ব্র্যান্ডটি Dimensity 7020 প্রসেসর সহ চীনে Vivo Y77t লঞ্চ করেছে। আবার কিছু দিন আগেই Vivo Y78+ (t1) ভার্সন বাজারে পা রেখেছে। আর এখন, Vivo Y17s নামে আরও এক নয়া ফোন ভারতের বিআইএস (BIS) সার্টিফিকেশন প্ল্যাটফর্মের পাশাপাশি ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG) ওয়েবসাইটে উপস্থিত হয়েছে, যা গ্লোবাল লঞ্চের ইঙ্গিত দিচ্ছে। এটি ব্র্যান্ডের নতুন সস্তা ফোন হবে বলে মনে করা হচ্ছে।
Vivo Y17s লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি
ভিভো ওয়াই১৭এস সম্প্রতি ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG) কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত হয়েছে, যার মডেল নম্বর V2310। এই সার্টিফিকেশনটি নিশ্চিত করেছে যে ডিভাইসটিতে ব্লুটুথ সংস্করণ ৫.০ সাপোর্ট করবে৷ একই মডেল নম্বর সহ ওয়াই১৭এস ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এরও ছাড়পত্র লাভ করেছে৷
যদিও, বিআইএস লিস্টিং থেকে ফোনটির সম্পর্কে কিছু জানা যায়নি। তবে এটি নিশ্চিত করে যে ভিভো ওয়াই১৭এস ভারতের বাজারেও প্রবেশ করবে। এই প্রথম নয় যখন ভিভো ওয়াই সিরিজের এই হ্যান্ডসেটটি কোনও নিয়ন্ত্রক সংস্থা থেকে অনুমোদন লাভ করলো, এর আগে টিকেডিএন (TKDN) ডেটাবেসেও ফোনটি দেখা গেছে, যা নিশ্চিত করে যে এটি শুধুমাত্র ৪জি নেটওয়ার্ক সাপোর্ট করবে।
ভারতে Vivo Y17s ফোনের লঞ্চের দিনক্ষণ এখনও জানা যায়নি, তবে আগামী মাসে আত্মপ্রকাশ করার সম্ভাবনা রয়েছে। নামের বিচারে, Vivo Y17-এর রিফ্রেশ মডেল বলে মনে হচ্ছে এটি। তবে দুটি ফোনের মধ্যে কোনও সম্পর্ক নাও থাকতে পারে। যেহেতু Vivo Y17 যেহেতু চার বছর আগের একটি ফোন।
উল্লেখ্য, Vivo Y সিরিজের অন্যান্য মডেলের মতোই Vivo Y17s নিম্নমানের স্পেসিফিকেশন সহ লো মিড-রেঞ্জের স্মার্টফোন হতে পারে। এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং কম শক্তিশালী MediaTek প্রসেসর এবং অন্ততপক্ষে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ বড় ডিসপ্লে থাকবে বলে আশা করা যায়৷