Vivo Y18t মাত্র ৯৪৯৯ টাকায় ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, রয়েছে বড় ব্যাটারি ও ডিসপ্লে

ভারতে ভিভো ওয়াই১৮টি এর ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯,৪৯৯ টাকা। ফোনটি জেম গ্রিন এবং স্পেস ব্ল্যাক রঙে এসেছে। এটি ভিভো ইন্ডিয়া ই-স্টোর এবং ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

Ankita Mondal 13 Nov 2024 8:19 AM IST

ভিভো ভারতে চুপিচুপি তাদের ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন Vivo Y18t লঞ্চ করল। এর দাম রাখা হয়েছে ১০ হাজার টাকার কম। এই ফোনে শক্তিশালী ব্যাটারি, দুর্দান্ত ক্যামেরা এবং বড় ডিসপ্লে উপস্থিত। আবার নতুন এই ভিভো ডিভাইসে আইপি৫৪ রেটেড বিল্ড রয়েছে। এটি দুটি রঙে পাওয়া যাবে। ভিভো ওয়াই১৮টি ফোনে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৫০০০ এমএএইচ ব্যাটারি। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vivo Y18t এর ভারতে দাম

ভারতে ভিভো ওয়াই১৮টি এর ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯,৪৯৯ টাকা। ফোনটি জেম গ্রিন এবং স্পেস ব্ল্যাক রঙে এসেছে। এটি ভিভো ইন্ডিয়া ই-স্টোর এবং ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

ভিভো ওয়াই১৮টি এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো ওয়াই১৮টি স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৫৬ ইঞ্চি এইচডি প্লাস (৭২০×১৬১২পিক্সেল) এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ২৬৯ পিপিআই পিক্সেল ডেন্সিটি এবং ৮৪০ নিটস পিক ব্রাইটনেস অফার করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার ভিভো ওয়াই১৮টি এর পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ০.০৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর।

পারফরম্যান্সের জন্য ভিভোর নতুন ডিভাইসে ইউনিসক টি৬১২ প্রসেসর, ৪ জিবি এলপিডিডিআর৪এক্স র‌্যাম এবং ইএমএমসি ৫.১ স্টোরেজ দেওয়া হয়েছে। আবার ভিভো ওয়াই১৮টি ফোনে ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে। ডুয়েল সিম (ন্যানো) সহ এসেছে এবং এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচওএস ১৪ কাস্টম ওএসে চলবে।

এই ফোনে ১৫ ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে এটি একবার চার্জে ৬২.৫৩ ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক টাইম এবং ৬.৮ ঘন্টা পর্যন্ত পাবজি প্লেব্যাক টাইম অফার করবে। ভিভো ওয়াই১৮টি ডিভাইসের কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ব্লুটুথ ৫.২, এফএম রেডিও, জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, কিউজেডএসএস, ওটিজি, ওয়াই-ফাই ও ইউএসবি টাইপ-সি পোর্ট। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ধুলো এবং জল থেকে সুরক্ষা দিতে আইপি৫৪ রেটিং উপস্থিত। ডিভাইসটির ওজন ১৮৫ গ্রাম এবং পরিমাপ ১৬৩x৭৫.৫৮x৮.৩ মিমি।

Show Full Article
Next Story