Vivo Y19s Launched

Vivo Y19s দশ হাজার টাকার রেঞ্জে লঞ্চ হল, ১২ জিবি পর্যন্ত র‌্যাম সহ রয়েছে ৫০ এমপি ক্যামেরা

Vivo Y19s Launched - ভিভো ওয়াই১৯এস এর সামনে দেখা যাবে ৬.৬৮ ইঞ্চি এইচডি প্লাস (১৬৮০x৭২০ পিক্সেল) ডিসপ্লে। এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ১,০০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

Suman Patra 7 Nov 2024 11:41 AM IST

ভিভো চুপিচুপি আজ থাইল্যান্ডে ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন হিসেবে Vivo Y19s লঞ্চ করেছে। এই ফোনের দাম শুরু হয়েছে প্রায় ১০,০০০ টাকা থেকে। ফিচার হিসেবে এই ৪জি ডিভাইসে আছে ইউনিসক চিপসেট, পাঞ্চ হোল ডিজাইনের ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, বড় ব্যাটারি ও নতুন আরজিবি নোটিফিকেশন লাইট। এছাড়া ভিভো ওয়াই১৯এস স্মার্টফোনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vivo Y19s এর দাম

ভিভো ওয়াই১৯এস এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪,৩৯৯ থাই ভাট (প্রায় ১০,৭০০ টাকা)। আবার এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৪,৯৯৯ থাই ভাট (প্রায় ১২,২০০ টাকা)। এটি পার্ল সিলভার, গ্লজি ব্ল্যাক, গ্লেসিয়ার ব্লু কালার অপশনে পাওয়া যাবে।

ভিভো ওয়াই১৯এস: স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো ওয়াই১৯এস এর সামনে দেখা যাবে ৬.৬৮ ইঞ্চি এইচডি প্লাস (১৬৮০x৭২০ পিক্সেল) ডিসপ্লে। এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ১,০০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আবার ভিভো ওয়াই১৯এস এর পিছনে ফটোগ্রাফির জন্য ডুয়েল ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ০.০৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। এই ফোনে ক্যামেরা আইল্যান্ডের নীচে গোলাকার শেপে আরেকটি মডিউল উপস্থিত। এখানে নোটিফিকেশন এলে বিভিন্ন রঙ দেখা যাবে।

পারফরম্যান্সের জন্য ভিভো ওয়াই১৯এস স্মার্টফোনে ইউনিসক টি৬১২ চিপসেট, ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচওএস ১৪ কাস্টম স্কিনে চলে। আবার এই ডিভাইসে ৬ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ আরও বাড়বে।

ব্যাটারির কথা বললে, ভিভো ওয়াই১৯এস ফোনে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর অন্যান্য ফিচারের মধ্যে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল স্পিকার, ৩.৫মিমি অডিও জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট, ডুয়েল সিম, ওয়াইফাই।

Show Full Article
Next Story