ডিসপ্লে টু ক্যামেরা চমকের ছড়াছড়ি, বাজার কাঁপাতে আসছে Vivo Y200, ফিচার্স পাগলা করবে
আজ (২৯ সেপ্টেম্বর) থেকে ভারতে সদ্য লঞ্চ হওয়া Vivo T2 Pro-এর সেল শুরু হয়েছে, যা কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে,...আজ (২৯ সেপ্টেম্বর) থেকে ভারতে সদ্য লঞ্চ হওয়া Vivo T2 Pro-এর সেল শুরু হয়েছে, যা কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, MediaTek Dimensity 7200 প্রসেসর এবং ৬৪ মেগাপিক্সেলের দুর্দান্ত ডুয়েল ক্যামেরা সিস্টেম অফার করা। আবার ব্র্যান্ডটি শীঘ্রই Vivo Y200 নামে আরেকটি স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে। সংস্থা এ বিষয়ে সরাসরি কিছু না বললেও, এখন ডিভাইসটির স্পেসিফিকেশন এবং ডিজাইন সর্বসমক্ষে এসেছে। চলুন Vivo Y200 কী কী চমক দিতে চলেছে জেনে নেওয়া যাক।
Vivo Y200-এর স্পেসিফিকেশন এবং ডিজাইন ফাঁস
দ্যটেকআউটলুক ভিভো ওয়াই২০০-এর ট্রেনিং মেটিরিয়ালের ছবি শেয়ার করে ফোনের সমস্ত ফিচার্সের পাশাপাশি ডিজাইন প্রকাশ্যে এনেছে। রিপোর্ট অনুসারে, ভিভো ওয়াই২০০-এ ৬.৬৭ ইঞ্চি ফুলএইচডি+ অ্যামোলেড আল্ট্রা ভিশন ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩৮ কালার টেম্পারেচার লেভেল সহ সুনির্দিষ্ট কালার কন্ট্রোলের সাথে মসৃণ অভিজ্ঞতা প্রদান করবে। হ্যান্ডসেটটিতে 2D গ্লাস রিয়ার প্যানেল এবং অতিরিক্ত নিরাপত্তার জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও অন্তর্ভুক্ত থাকবে।
ক্যামেরার ক্ষেত্রে, ভিভো ওয়াই২০০-এর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের বোকেহ ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে। আর ফোনের সামনে সেলফির জন্য একটি ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা অবস্থান করবে।
আসন্ন Vivo Y200 স্মার্টফোনটি বেশ কিছু উল্লেখযোগ্য ফিচার এবং স্পেসিফিকেশন অফার করতে চলেছে। এতে Qualcomm Snapdragon 4 Gen 1 চিপসেট ব্যবহৃত হবে এবং অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (Funtouch OS 13) কাস্টম স্কিনে রান করবে। ডিভাইসটিতে সামগ্রিকভাবে ১৬ জিবি র্যাম পাওয়া যাবে, যার মধ্যে রয়েছে ৮ জিবি ইন-বিল্ট র্যাম এবং অতিরিক্ত ৮ জিবি এক্সটেন্ডেড ভার্চুয়াল র্যাম। এতে ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ মিলবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y200-এ ৪,৮০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। ডিভাইসটি মাত্র ৭.৭৯ মিলিমিটার স্লিম এবং ওজন হবে ১৯০ গ্রাম। বর্তমানে, এই স্মার্টফোনের দাম এবং লঞ্চের তারিখ সম্পর্কে কোনও তথ্য সামনে আসেনি। তবে এটি খুব শীঘ্রই বাজারে পা রাখবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।