Vivo Y200 এবার লঞ্চ হতে পারে 512 জিবি স্টোরেজ ভার্সনে, লিস্টেড হল NBTC, EEC ও SGS সাইটে
গত বছর ভিভো গ্লোবাল মার্কেটে Vivo Y200 স্মার্টফোনটি লঞ্চ করেছে। এটি পরে নতুন ডিজাইন এবং স্পেসিফিকেশন সহ গত মে মাসে চীনে...গত বছর ভিভো গ্লোবাল মার্কেটে Vivo Y200 স্মার্টফোনটি লঞ্চ করেছে। এটি পরে নতুন ডিজাইন এবং স্পেসিফিকেশন সহ গত মে মাসে চীনে লঞ্চ হয়েছিল। আর এখন, মনে করা হচ্ছে যে ভিভো Y200 ফোনের আরেকটি ভ্যারিয়েন্ট তৈরি করছে সংস্থা। V2417 মডেল নম্বর যুক্ত নতুন ডিভাইসটি এনবিটিসি (NBTC), ইইসি (EEC) এবং এসজিএস ফিমকো (SGS Fimko)-এর মতো সার্টিফিকেশন ওয়েবসাইটগুলিতে দেখা গেছে। আসুন এই লিস্টিংগুলি থেকে কি কি তথ্য উঠে এসেছে জেনে নেওয়া যাক।
NBTC, EEC এবং SGS Fimko সার্টিফিকেশন ওয়েবসাইটগুলিতে Vivo Y200
থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC) সার্টিফিকেশন লিস্টিংটি ভিভো ওয়াই200 নামটি এবং এর 5G ক্ষমতা নিশ্চিত করেছে। তবে, অন্য দুটি সার্টিফিকেশন ডিভাইসের স্পেসিফিকেশন সম্পর্কে কোনও বিশদ তথ্য প্রকাশ করেনি।
ভিভো ইতিমধ্যেই এই মডেলটি লঞ্চ করেছে, তাই মনে করা হচ্ছে যে কোম্পানি সম্ভবত স্মার্টফোনের জন্য একটি নতুন স্টোরেজ ভ্যারিয়েন্ট চালু করার পরিকল্পনা করছে। বর্তমানে, ভিভো ওয়াই200 দুটি কনফিগারেশনে উপলব্ধ: 128 জিবি স্টোরেজ সহ 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ সহ 8 জিবি র্যাম। সুতরাং, জোরালো সম্ভাবনা রয়েছে যে ভিভো একটি 12 জিবি র্যাম বা 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। তবে, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এটি সম্পূর্ণরূপে অনুমানমূলক।
আরও পড়ুন: যেমন সুন্দর দেখতে, তেমনই ফিচার্স, 80W চার্জিং ও 6,000mah ব্যাটারি নিয়ে লঞ্চ হল Vivo Y200
Vivo Y200 স্পেসিফিকেশন
ভারতীয় বাজারে বর্তমান Vivo Y200 ফোনটি ফুলএইচডি+ রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 800 নিট পিক ব্রাইটনেস, এইচডিআর10+ সাপোর্ট এবং 394 পিপিআই পিক্সেল ডেনসিটি সহ 6.67 ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে সহ লঞ্চ হয়েছে। পারফরম্যান্সের জন্য, ফোনটি Adreno 619 জিপিইউ সহ Qualcomm Snapdragon 4 Gen 1 প্রসেসর দ্বারা চালিত।
ফটোগ্রাফির জন্য, Vivo Y200 ফোনে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে, যা একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সরের সাথে যুক্ত। আর ফোনের সামনে একটি 16 মেগাপিক্সেলের সেলফি সেন্সর বিদ্যমান। পাওয়ায় ব্যাকআপের জন্য, ডিভাইসটিতে 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে।