3D কার্ভড ডিসপ্লের সঙ্গে স্লিম ফোন বানাচ্ছে Vivo, লঞ্চের ঠিক আগে প্রকাশ করল টিজার

বেশ কিছুদিন ধরে জল্পনা চলছে যে ভিভো তাদের Y সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে, যা Vivo...
Ananya Sarkar 16 May 2024 6:23 PM IST

বেশ কিছুদিন ধরে জল্পনা চলছে যে ভিভো তাদের Y সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে, যা Vivo Y200 Pro নামে আত্মপ্রকাশ করতে পারে। আর এখন ভিভোর পক্ষ থেকে একটি নতুন টিজার শেয়ার করা হয়েছে, যা তাদের আসন্ন স্মার্টফোনগুলির মধ্যে একটিকে দেখিয়েছে৷ আসন্ন এই ডিভাইসটি হল Vivo Y200 Pro, যা শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। কোম্পানি এই মিড-রেঞ্জ হ্যান্ডসেটটিতে একটি আকর্ষণীয় ডিজাইন অফার করতে চলেছে। চলুন তাহলে এগুলি দেখে নেওয়া যাক।

Vivo Y200 Pro টিজার এল প্রকাশ্যে

চীনা ব্র্যান্ডটি তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে (আগে টুইটার নামে পরিচিত) একটি ছোট ভিডিও টিজার শেয়ার করেছে, যা অবশেষে ভিভো ওয়াই২০০ প্রো ফোনের অফিসিয়াল লুকটি সামনে এনেছে। টিজারে ফোনটির আল্ট্রা স্লিম বডি এবং কার্ভড ডিসপ্লে দেখা গেছে। ভিভো দাবি করছে যে, তারা একটি ত্রিমাত্রিক (3D) কার্ভড ডিসপ্লে সহ সবচেয়ে স্লিম স্মার্টফোন বাজারে আনতে চলেছে। ডিজাইন ছাড়াও, টিজারে ভিভো ওয়াই২০০ প্রো ফোনটির একটি কালার অপশনও দেখানো হয়েছে।

ভিভো ওয়াই২০০ প্রো ফোনটি একটি গ্রীন কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এই হ্যান্ডসেটটির পিছনে একটি এলইডি (LED) ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। এই ইমেজ সেন্সর এবং ফ্ল্যাশ মডিউল একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা আইল্যান্ডে অবস্থান করবে। এখনও পর্যন্ত, এই ফোনের ক্যামেরা স্পেসিফিকেশনগুলি অজানা রয়েছে। তবে ভিভো ওয়াই২০০ প্রো হ্যান্ডসেটকে ইতিমধ্যেই গুগল প্লে কনসোলে (Google Play Console) দেখা গেছে, যা প্রকাশ করেছে যে এই ফোনে ফুলএইচডি+ ডিসপ্লে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসরটি থাকবে।

Vivo Y200 Pro এই চিপসেটটি ৮ জিবি র‍্যামের সাথে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে এবং ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে। অন্য একটি রিপোর্টে, Vivo Y200 Pro ফোনের দামের রেঞ্জও ফাঁস হয়েছে। ডিভাইসটি ভারতীয় বাজারে ২৫,০০০ টাকার কম মূল্যে লঞ্চ হতে পারে। ফোনটি এর আগেও গত মাসে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এবং ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল, যা থেকে স্পষ্ট যে ফোনটি খুব শীঘ্রই বাজারে পা রাখতে চলেছে।

Show Full Article
Next Story