Vivo Y21A ভারতে 5000mAh ব্যাটারি ও ডুয়েল ক্যামেরা সহ লঞ্চ হল, দাম ও ফিচার জেনে নিন

গত সপ্তাহেই ভিভোর ‘Y’ সিরিজের অধীনে ভারতে আত্মপ্রকাশ করেছে Vivo Y21e স্মার্টফোনটি। আর আজ সংস্থাটি ভারতে লঞ্চ করল এই সিরিজের নতুন একটি ফোন, যার নাম…

গত সপ্তাহেই ভিভোর ‘Y’ সিরিজের অধীনে ভারতে আত্মপ্রকাশ করেছে Vivo Y21e স্মার্টফোনটি। আর আজ সংস্থাটি ভারতে লঞ্চ করল এই সিরিজের নতুন একটি ফোন, যার নাম Vivo Y21A। গতবছর সেপ্টেম্বরে এই মডেলটির কথা প্রথম জানা যায়। সেক্ষেত্রে আজ ফোনটিকে ভিভোর ভারতীয় ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। এই ফোনে আছে এইচডি প্লাস ডিসপ্লে, হেলিও পি২২ প্রসেসর ও ৫,০০০ এএএইচ ব্যাটারি। আসুন Vivo Y21A ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম জেনে নেওয়া যাক।

ভিভো ওয়াই২১এ – এর স্পেসিফিকেশন (Vivo Y21A Specifications)

ভিভো ওয়াই২১এ ফোনে একটি প্লাস্টিকের বডি, ডিউ ড্রপ নচ ডিসপ্লে এবং একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা আইল্যান্ডে রয়েছে। এতে দেওয়া হয়েছে ৬.৫১ ইঞ্চির এইচডি+ (১,৬০০ x ৭২০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ২০:৯ এবং স্ক্রিন-টু-বডি ৮৯ শতাংশ।

পারফরম্যান্সের জন্য Vivo Y21A ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও পি২২ চিপসেট। ফোনটি ৪ জিবি র‍্যাম (অতিরিক্ত ১ জিবি ভার্চুয়াল র‍্যাম) এবং ৬৪ জিবি স্টোরেজ সহ এসেছে। এরসাথে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ সম্প্রসারণও করা যাবে।

ফটোগ্রাফির জন্য Vivo Y21A ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর মধ্যে উপস্থিত রয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর৷ এর সাথে ফোনের সামনে, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

এই নতুন স্মার্টফোনের কানেক্টিভিটি অপশনে শামিল রয়েছে, ৪জি (ডুয়েল-সিম), ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.০, জিএনএসএস (জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও), ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৫ হেডফোন জ্যাক।

পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y21A ফোনে দেওয়া হয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ফানটাচ ওএস ১১.১ (Funtouch OS 11.1) ইউজার ইন্টারফেসে রান করে। এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সিলোমিটার, প্রক্সিমিটি সেন্সর, কম্পাস এবং অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সরের মতো প্রয়োজনীয় সব সেন্সরগুলি রয়েছে। এছাড়া Vivo Y21A ফোনের পরিমাপ ১৬৪.২৬ × ৭৬.০৮ × ৮.০০ মিলিমিটার ও ওজন ১৮২ গ্রাম। ফোনটি মিডনাইট ব্লু, ডায়মন্ড গ্লো- এই দুটি কালারে বেছে নিতে পারবেন ক্রেতারা।

ভিভো ওয়াই২১এ – এর ভারতে দাম (Vivo Y21A Price in India)

ভিভো ওয়াই২১এ ফোনের দাম এখনও জানানো হয়নি। এছাড়া ফোনটির লভ্যতা সম্পর্কে কোনো তথ্য আপাতত উপলব্ধ নেই।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন