Vivo Y22 লঞ্চ হল 13000 টাকার কমে, 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 5000mAh ব্যাটারির দুর্দান্ত ফোন
Vivo Y22 আচমকাই আজ ইন্দোনেশিয়ায় লঞ্চ হল। কয়েকদিন আগেই এই ফোনকে গিকবেঞ্চ বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল। নতুন...Vivo Y22 আচমকাই আজ ইন্দোনেশিয়ায় লঞ্চ হল। কয়েকদিন আগেই এই ফোনকে গিকবেঞ্চ বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল। নতুন এই ওয়াই সিরিজের ফোনের দাম রাখা হয়েছে ১৩,০০০ টাকার কম। Vivo Y22 ফোনে পাওয়া যাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ ও ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। আসুন ফোনটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
ভিভো ওয়াই২২ দাম (Vivo Y22 Price)
ভিভো ওয়াই২২ ফোনের ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২,৩৯৯,০০০ রুপিয়া, যা প্রায় ১২,৮৫০ টাকায সমান। ফোনটি ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে, তবে এর মূল্য জানানো হয়নি। ফোনটি স্টারলিট ব্লু, সামার সিয়ান ও মেটাভার্স গ্রিন কালারে পাওয়া যাবে। ভারত সহ অন্যান্য বাজারে ভিভো ওয়াই২২ কবে আসবে তা এখনও জানা যায়নি।
ভিভো ওয়াই২২ স্পেসিফিকেশন, ফিচার (Vivo Y22 Specifications, Features)
ভিভো ওয়াই২২ ফোনে ৬.৫৫ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি দেওয়া হয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর সহ এসেছে। এটি ৬ জিবি পর্যন্ত র্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। এছাড়া ভিভো ওয়াই২২ ফোনে ২ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে। আবার মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড ফানটাচওএস ১২ কাস্টম স্কিনে চলবে।
ফটোগ্রাফির জন্য Vivo Y22 ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য পাওয়া যাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার এতে সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষা দিতে Vivo Y22 আইপিএক্স৪ রেটিং প্রাপ্ত।
ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫মিমি হেডফোন জ্যাক। এর ওজন ১৮০ গ্রাম।