Vivo Y22s: বড় ব্যাটারি সহ স্পেশাল ফিচারের ফোন আনল ভিভো, রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা

Vivo তদের Y সিরিজের নতুন ফোন হিসেবে আজ Vivo Y22s লঞ্চ করল। নয়া এই বাজেট ফোনে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ও...
Julai Modal 21 Aug 2022 11:22 PM IST

Vivo তদের Y সিরিজের নতুন ফোন হিসেবে আজ Vivo Y22s লঞ্চ করল। নয়া এই বাজেট ফোনে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আবার Y সিরিজের এই ফোনে পাওয়া যাবে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। আপাতত ফোনটি ভিয়েতনামে লঞ্চ হয়েছে। আসুন Vivo Y22s ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

ভিভো ওয়াই২২ এস দাম (Vivo Y22 Price, Availability)

ভিভো ওয়াই২২ এস ফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৫৯,৯০,০০ ভিয়েতনামি ডং, যা প্রায় ২০,৫০০ টাকার সমান। ফোনটি স্টারলিট ব্লু ও সামার সিয়ান কালারে এসেছে। ভারত সহ অন্যান্য মার্কেটে ফোনটি কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।

ভিভো ওয়াই২২ স্পেসিফিকেশন, ফিচার (Vivo Y22 Specifications, Features)

ভিভো ওয়াই২২ এস ফোনে আছে ৬.৫৫ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই ডিসপ্লে ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ৮৯.৭ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও অফার করবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। ভিভো ওয়াই২২ এস ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে।

ফটোগ্রাফির জন্য Vivo Y22s ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যায়। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y22s ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ বেসড ফানটাচ ওএস ১২ কাস্টম স্কিন উপলব্ধ। ফোনটির ওজন ১৯২ গ্রাম।

Show Full Article
Next Story