Vivo Y27s: নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি শুরু করল ভিভো, কেমন ফিচার থাকবে

ভিভো (Vivo)-এর আসন্ন ফোল্ডেবল ডিভাইস নিয়ে প্রযুক্তি মহলে জল্পনা ক্রমেই বাড়ার মধ্যেই সংস্থাটির একটি নতুন মিড-রেঞ্জ...
Ananya Sarkar 25 Sept 2023 1:52 PM IST

ভিভো (Vivo)-এর আসন্ন ফোল্ডেবল ডিভাইস নিয়ে প্রযুক্তি মহলে জল্পনা ক্রমেই বাড়ার মধ্যেই সংস্থাটির একটি নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন বাজারে আসতে চলেছে বলে খবর পাওয়া গিয়েছে, যা Vivo Y27s নামে আত্মপ্রকাশ করতে পারে। যদিও হ্যান্ডসেটটির সম্পর্কে কোম্পানির তরফে এখনও সরাসরি কিছু বলা হয়নি। তবে এখন Vivo Y27s ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG)-এর ডেটাবেসে উপস্থিত হয়ে তাড়াতাড়িই লঞ্চের ইঙ্গিত দিয়েছে।

Vivo Y27s পেল Bluetooth SIG- এর অনুমোদন

V2322 মডেল নম্বর সহ ভিভো ওয়াই২৭এস ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG)-এর প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। লিস্টিংটি প্রকাশ করেছে যে, এটি ব্লুটুথ ৫.০ ভার্সন সাপোর্ট করবে। এছাড়া, সেখানে অন্যান্য ফিচার বা স্পেসিফিকেশন উল্লেখ করা হয়নি। অনুমান, ভিভোর এই নতুন ফোনটির স্পেসিফিকেশন স্ট্যান্ডার্ড ভিভো ওয়াই২৭-এর থেকে সামান্য ডাউনগ্রেড হতে দেখা যেতে পারে। জানিয়ে রাখি, ওয়াই২৭ (৪জি) প্রাথমিকভাবে মালয়েশিয়ায় কয়েক মাস আগে লঞ্চ করা হয়েছিল। চলুন এর স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

Vivo Y27-এর স্পেসিফিকেশন

ভিভো ওয়াই২৭ বর্তমানে মালয়েশিয়া, ভারত সহ বিশ্বের কিছু দেশে উপলব্ধ রয়েছে। এদেশে ফোনটির খুচরো মূল্য ১৪,৯৯৯ টাকা। ডিভাইসটিতে ৬.৬৪ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন অফার করে। স্মার্টফোনটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর দ্বারা চালিত, যা ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন বিল্ট স্টোরেজ সহ এসেছে। এতে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ প্রসারিত করা না গেলেও, এক্সটেন্ডেড র‍্যাম (RAM 3.0) ফিচার রয়েছে।

ফটোগ্রাফির জন্য,Vivo Y27-এ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট সেন্সর সমন্বিত ডুয়েল-রিয়ার ক্যামেরা মডিউল উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে ওয়াটারড্রপ নচ ডিসপ্লেতে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি সেন্সর অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, স্মার্টফোনটিতে ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ভিভো ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ১৩ (Funcouch 13) অপারেটিং সিস্টেমে রান করে।

উল্লেখ্য, ভিভো আগামী ৪ অক্টোবর ভারতে Vivo V29 এবং V29 Pro স্মার্টফোনগুলি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। নতুন সিরিজে ১২ জিবি র‍্যাম, একটি ৪,৬০০ এমএএইচ ব্যাটারি এবং ট্রিপল-রিয়ার ক্যামেরা মডিউল থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনগুলিতে সম্ভবত ৮০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি যুক্ত করা হবে, যা মাত্র ৫০ মিনিটে ব্যাটারি ফুল চার্জ করতে সক্ষম হবে।

Show Full Article
Next Story