Vivo Y29 5G সস্তায় ভারতে লঞ্চ হল, 50MP ক্যামেরা, 5500mAh ব্যাটারি সহ দমদার পারফরম্যান্স
ভিভো Y29 5G ফোনের সামনে দেখা যাবে 6.68 ইঞ্চি এলসিডি পাঞ্চ হোল ডিসপ্লে, যা এইচডি প্লাস রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
Vivo Y29 5G এন্ট্রি লেভেল 5G স্মার্টফোন হিসেবে আজ ভারতে লঞ্চ হল। এর দাম শুরু হয়েছে 13,999 টাকা থেকে। এটি চলতি বছরের জানুয়ারিতে আসা Vivo Y28 5G এর উত্তরসূরি মডেল হিসেবে লঞ্চ হয়েছে। ফিচারের কথা বললে, এতে আছে 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও 5500mAh ব্যাটারি। ডিভাইসটি 8 জিবি পর্যন্ত র্যাম ও 256 জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। আসুন Vivo Y29 5G এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Vivo Y29 5G এর ভারতে দাম ও কালার অপশন
ভিভো Y29 5G এর 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 13,999 টাকা। আবার ফোনটি 6GB + 128GB, 8GB + 128GB, 8GB + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে 15,999 টাকা, 16,999 টাকা ও 19,999 টাকা। এটি ডায়মন্ড ব্ল্যাক, গ্লেসিয়ার ব্লু ও টাইটানিয়াম গোল্ড কালারে পাওয়া যাবে।
Vivo Y29 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
ডিসপ্লে: ভিভো Y29 5G ফোনের সামনে দেখা যাবে 6.68 ইঞ্চি এলসিডি পাঞ্চ হোল ডিসপ্লে, যা এইচডি প্লাস রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
প্রসেসর: এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি 8 জিবি পর্যন্ত র্যাম ও 256 জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।
অপারেটিং সিস্টেম: এটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ফানটাচ ওএস 14 কাস্টম স্কিনে চলবে।
ফটোগ্রাফি: ভিভোর এই স্মার্টফোনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। আর পিছনে ডায়নামিক লাইট এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 0.08 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর দেখা যাবে।
সিকিউরিটি: ভিভো Y29 5G মডেলে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
ব্যাটারি: এতে 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 44W র্যাপিড চার্জিং সাপোর্ট করবে।
অন্যান্য ফিচার: এর অন্যান্য ফিচারের মধ্যে আছে IP64 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং, ডুয়েল সিম, ইউএসবি টাইপ-সি পোর্ট।
ভিভো Y29 5G ফোনের সামনে দেখা যাবে 6.68 ইঞ্চি এলসিডি পাঞ্চ হোল ডিসপ্লে, যা এইচডি প্লাস রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।