চলতি মাসেই ভারতে এন্ট্রি নিচ্ছে Vivo Y29 5G, ক্যামেরা রিং সহ থাকবে V-Shield প্রোটেকশন

ভারতে Vivo Y29 5G মডেলের সাথে ক্রেতারা 1,500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন, এটি প্রতি মাসে 1399 টাকা ইএমআই দিয়েও কেনা যাবে।

Ankita Mondal 11 Dec 2024 9:31 PM IST

Vivo শীঘ্রই ভারতীয় ব্যবহারকারীদের জন্য একটি নতুন Y সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনের নাম Vivo Y29 5G। আজ এই ডিভাইসের লঞ্চ টাইমলাইনের সাথে এর অফলাইন পোস্টার ফাঁস হয়েছে। এর পাশাপাশি, পোস্টার থেকে এর মুখ্য বৈশিষ্ট্যগুলি সামনে এসেছে। আসুন ভিভোর নতুন স্মার্টফোন সম্পর্কে কি কি তথ্য ফাঁস হয়েছে জেনে নেওয়া যাক।

15 ডিসেম্বরের পর ভারতে লঞ্চ হবে Vivo Y29 5G

ভিভো Y29 5G প্রথমে আইএমইআই ডেটাবেসে উপস্থিত হয়েছিল। এরপর হ্যান্ডসেটটি ভারতে BIS সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়। এখন আবার ফাঁস হওয়া পোস্ট ভারতীয় বাজারে ফোনটির লঞ্চের সময় নিশ্চিত করেছে। পোস্টারে এই ডিভাইসের ট্যাগলাইন দেখা গেছে 'It's My Style'। এছাড়া জানা গেছে যে, ভিভো Y29 5G ভারতে তিনটি কালারে আসবে - পিঙ্ক / পীচ, লাইট ব্লু এবং ডীপ ব্লু / পার্পেল। এই স্মার্টফোনে এআই ফিচার দেওয়া হবে। এটি জল এবং ধুলো প্রতিরোধের জন্য IP64-রেটিং প্রাপ্ত হবে।

Vivo Y29 5G এর লঞ্চের তারিখ এবং সেল অফার

ভারতে ভিভো Y29 5G মডেলের সাথে ক্রেতারা 1,500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন, এটি প্রতি মাসে 1399 টাকা ইএমআই দিয়েও কেনা যাবে। ফোনটির সাথে ভি-শিল্ড সিকিউরিটি প্ল্যান সহ ব্যাঙ্ক অফার দেওয়া হবে। স্মার্টফোনটি 15 ডিসেম্বর 2024 এর পরে ভারতের বাজারে লঞ্চ হবে।

ভিভো Y29 5G এর ডিজাইন

ভিভো Y29 5G কে দেখতে হুবহু থাইল্যান্ড এবং বিশ্ব বাজারে লঞ্চ হওয়া ভিভো Y19s মডেলের মতো হবে। এতে ফ্ল্যাট রিয়ার সাইড প্যানেল, আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল (দুটি ক্যামেরা সেন্সর, একটি রিং, এলইডি লাইট এবং দুটি অন্যান্য ফ্ল্যাশলাইট) এবং ডান দিকে ভলিউম রকার এবং পাওয়ার বাটনের দেখা যাবে। সিকিউরিটির জন্য পাওয়া যাবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

Show Full Article
Next Story