Vivo Y300 5G ফোনের সমস্ত বৈশিষ্ট্য ফাঁস, সস্তায় দমদার প্রসেসর সহ থাকবে 6500mAh ব্যাটারি
ভিভো Y300 5G এর এই ডিসপ্লে 8 বিট কালার ডেপ্থ, ডায়মন্ড শিল্ড গ্লাস প্রোটেকশন সহ আসবে। তৈলাক্ত হাতেও এর টাচ কাজ করবে।
আগামী সপ্তাহে 16 ডিসেম্বর চীনে লঞ্চ হতে চলেছে Vivo Y300 5G। এটি সম্প্রতি স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসরের সাথে ভারতে লঞ্চ হওয়া Y300 এর থেকে আলাদা হবে। ইতিমধ্যেই আসন্ন এই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। আজ আবার টিপস্টার হোয়াইল্যাব চীনের মাইক্রো ব্লগিং সাইট উইবো-তে এর সমস্ত স্পেসিফিকেশন ফাঁস করেছেন। এমনকি এর ছবিও তিনি শেয়ার করেছেন। এছাড়া Y300 5G এর দামও জানা গেছে।
Vivo Y300 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
টিপস্টার দাবি করেছেন যে, ভিভো Y300 5G ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর ব্যবহার করা হবে। এটি চারটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে: 8GB + 128GB, 8GB + 256GB, 12GB + 256GB ও 12GB + 512GB। এতে এলপিডিডিআর5এক্স RAM দেওয়া হবে। এই হ্যান্ডসেটে থাকবে 6.77 ইঞ্চি ফ্লাট OLED ডিসপ্লে। এই ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন (2372 x 1080 পিক্সেল), 120Hz রিফ্রেশ রেট ও 800 নিটস ম্যাক্সিমাম ও 1800 নিটস লোকাল ব্রাইটনেস সাপোর্ট করবে।
ভিভো Y300 5G এর এই ডিসপ্লে 8 বিট কালার ডেপ্থ, ডায়মন্ড শিল্ড গ্লাস প্রোটেকশন সহ আসবে। তৈলাক্ত হাতেও এর টাচ কাজ করবে। ফটোগ্রাফির জন্য এর পিছনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে, এই ক্যামেরাগুলি হবে: স্যামসাং S5KJNS 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও গ্যালাক্সি কোর 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আর সামনে 8 মেগাপিক্সেল OV08D10 ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারির কথা বললে, এই ভিভো স্মার্টফোনে 6,500mAh ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে ট্রিপল স্পিকার সিস্টেম থাকবে, যা সর্বোচ্চ 4.5W সাউন্ড আউটপুট দেবে। এর সাথে 3D প্যানরোমিক অডিও সাপোর্ট থাকবে। ফোনটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক অরিজিন ওএস 5 কাস্টম স্কিনে চলবে। এছাড়া ডিভাইসটি জল ও ধুলো প্রতিরোধী IP64 রেটিং প্রাপ্ত হবে।
দাম ও কালার অপশন
ভিভো Y300 5G চীনে তিনটি কালার অপশনে পাওয়া যেতে পারে: কিংশং, হোয়াইট ও ব্ল্যাক। এটি মাত্র 7.79mm পুরু হবে। আর ওজন থাকবে 199.9 গ্রাম। ফোনটির দাম রাখা হবে 1000 ইউয়ান, যা ভারতীয় মূল্যে প্রায় 11,650 টাকা।
ভিভো Y300 5G এর এই ডিসপ্লে 8 বিট কালার ডেপ্থ, ডায়মন্ড শিল্ড গ্লাস প্রোটেকশন সহ আসবে। তৈলাক্ত হাতেও এর টাচ কাজ করবে।