৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ Vivo Y300 5G আজ ভারতে লঞ্চ হচ্ছে, কত দাম থাকবে
Vivo Y300 5G ফোনে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট ব্যবহার করা হয়েছে, এর সাথে ১২ জিবি পর্যন্ত র্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত থাকবে।
ভিভো আজ ভারতে তাদের নতুন স্মার্টফোন Vivo Y300 5G লঞ্চ করতে চলেছে। গতকাল একটি টিজার প্রকাশ করে ফোনটির ডিজাইন সামনে এনেছে সংস্থাটি। এছাড়াও জানা গেছে এই ডিভাইসে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র্যাম থাকবে। এছাড়া এতে অরা লিং লাইট দেওয়া হবে। আসুন এর লঞ্চের সময়, সম্ভাব্য দাম ও ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।
Vivo Y300 5G লঞ্চ ডেট ও ভারতে সম্ভাব্য দাম
ভিভো ওয়াই৩০০ ৫জি আজ ২১ নভেম্বর দুপুর ১২টায় ভারতে লঞ্চ হবে। এই লঞ্চ ইভেন্টে ফোনটির দাম সহ সেলের তারিখ ঘোষণা করা হবে। আমাদের অনুমান স্মার্টফোনটির মূল্য ২৫,০০০- ৩০,০০০ টাকার মধ্যে ধার্য করা হবে। ডিভাইসটি ওয়ানপ্লাস, রিয়েলমি ও রেডমির মিড রেঞ্জ ফোনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। এটি এমারেল্ড গ্রিন, ফ্যান্টম পার্পেল, টাইটেনিয়াম সিলভার কালারে পাওয়া যাবে।
Vivo Y300 5G সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার
ভিভো ওয়াই৩০০ ৫জি ফোনে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট ব্যবহার করা হয়েছে, এর সাথে ১২ জিবি পর্যন্ত র্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত থাকবে। আবার ফিচার হিসেবে পাওয়া যাবে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে।
ক্যামেরা সেটআপ
ভিভো ওয়াই৩০০ ৫জি স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আবার কম আলোতে দুর্দান্ত ফটোগ্রাফি অফার করতে অরা লাইট এফেক্ট থাকবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি ও চার্জিং
ভিভো ওয়াই৩০০ ৫জি স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অর্থাৎ এটি দ্রুত চার্জ হয়ে যাবে।
Vivo Y300 5G ফোনে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট ব্যবহার করা হয়েছে, এর সাথে ১২ জিবি পর্যন্ত র্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত থাকবে।