লঞ্চের আগেই Vivo Y300 5G ফোনের দাম সহ স্পেসিফিকেশন ফাঁস, ক্যামেরা সহ স্টোরেজ সব দেখে নিন

Vivo Y300 5G ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর দ্বারা চালিত ভিভো ওয়াই২০০ ৫জি ফোনের উত্তরসূরি হিসেবে আসবে, যেটি গত মে মাসে আত্মপ্রকাশ করেছিল।

Ananya Sarkar 15 Nov 2024 10:58 AM IST

ভিভো সম্প্রতি নিশ্চিত করেছে যে তারা আগামী ২১ নভেম্বর ভারতে Vivo Y300 5G স্মার্টফোনটি বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করবে। লঞ্চের আগে কোম্পানি ইতিমধ্যেই ফোনটির রিয়ার প্যানেলের ডিজাইন এবং কালার অপশনগুলি প্রকাশ্যে এনেছে, তবে এর স্পেসিফিকেশন সম্পর্কে এখনও কিছুই প্রকাশ করেনি। কিন্তু এখন একটি নতুন রিপোর্ট লঞ্চের মাত্র এক সপ্তাহ আগে ফোনটির প্রত্যাশিত দাম সহ এর সম্পূর্ণ স্পেসিফিকেশন সামনে এনেছে। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

Vivo Y300 5G এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

৯১মোবাইলস হিন্দির রিপোর্ট অনুযায়ী, ভিভো ওয়াই৩০০ ৫জি ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর দ্বারা চালিত ভিভো ওয়াই২০০ ৫জি ফোনের উত্তরসূরি হিসেবে আসবে, যেটি গত মে মাসে আত্মপ্রকাশ করেছিল। নতুন প্রতিবেদন থেকে জানা গেছে যে, ভিভো ওয়াই৩০০-এর ব্যাটারি, ফাস্ট চার্জিং, ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা, এআই ফিচার, সাউন্ড আউটপুট এবং আইপি রেটিংয়ের মতো বিভাগে উন্নতি দেখা যাবে।

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট এবং ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ভিভো ওয়াই৩০০ ৫জি হ্যান্ডসেটটিকে শক্তি জোগাবে। ফটোগ্রাফির জন্য, এই ভিভো ফোনটির রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেলের বোকেহ লেন্স সহ ডুয়েল-ক্যামেরা সিস্টেম থাকবে। আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অবস্থান করবে।

এছাড়াও, ভিভো ওয়াই৩০০ ৫জি মডেলে একটি এআই অরা লাইট রিং এলইডি ফ্ল্যাশ থাকবে, যা তিন-স্তরের উজ্জ্বলতার পাশাপাশি কালার এবং ওয়ার্ম কালার অ্যাডজাস্টমেন্ট সাপোর্ট করে। এর পাশাপাশি, হ্যান্ডসেটটিতে থাকবে ভিভোর এআই স্যুট, যার বিবরণ এখনও জানা যায়নি। ভিভো ওয়াই৩০০ ৫জি মডেলে স্টেরিও আউটপুটের জন্য একজোড়া স্পিকার অন্তর্ভুক্ত দেওয়া হবে। রিপোর্টে আরও জানানো হয়েছে যে, এতে ৬.৭ ইঞ্চির অ্যামোলেড প্যানেল থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,২০০ নিট পিক ব্রাইটনেস এবং একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করবে।

তুলনা করে দেখলে, বর্তমান প্রজন্মের ভিভো ওয়াই২০০ মডেলে ৪৪ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ছোট ৪,৮০০ এমএএইচ ব্যাটারি বিদ্যমান। এতে কোনও সনি ক্যামেরা সেন্সর এবং আইপি রেটিং নেই। তবে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ও সিঙ্গেল স্পিকার রয়েছে। ভিভো ওয়াই২০০-এ ৬.৬৭ ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড স্ক্রিন উপস্থিত, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৮০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

Vivo Y300 5G ফোনের দাম (সম্ভাব্য)

রিপোর্ট অনুযায়ী, ভিভো ওয়াই৩০০ ৫জি দুটি স্টোরেজ বিকল্পে পাওয়া যাবে, ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। বেস ভ্যারিয়েন্টের দাম ২১,০০০ টাকা থেকে ২২,০০০ টাকা হতে পারে, যেখানে উচ্চতর মডেলের দাম সম্ভবত ২৪,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা রাখা হবে৷ ফোনটি তিনটি শেডে পাওয়া যাবে - টাইটানিয়াম সিলভার, ফ্যান্টম পার্পল এবং এমারেল্ড গ্রিন।

Show Full Article
Next Story