Vivo Y300 5G vs Lava Agni 3 5G: লাভা নাকি ভিভোর নতুন ফোন এগিয়ে, দেখুন দাম সহ ফিচারের পার্থক্য
Vivo Y300 5G আজ ভারতে লঞ্চ হয়েছে। এর দাম রাখা হয়েছে ২৫,০০০ টাকার কম। এই রেঞ্জে ভারতে Lava Agni 3 5G যথেষ্ট জনপ্রিয়। আসুন এদের মধ্যে কে কোন বিভাগে এগিয়ে দেখে নেওয়া যাক।
আজ ভারতে লঞ্চ হয়েছে Vivo Y300 5G স্মার্টফোন। নয়া এই ফোনে আছে অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, ডুয়েল রিয়ার ক্যামেরা ও ৫,০০ এমএএইচ ব্যাটারি। আর এর দাম রাখা হয়েছে ২৫,০০০ টাকার কম। এই রেঞ্জে ভারতে Lava Agni 3 5G ডিভাইসটি উপলব্ধ। এতেও দুর্দান্ত স্পেসিফিকেশন রয়েছে। ফলে একই রেঞ্জে ভিভো নাকি লাভার ফোনটি ভালো হবে? আসুন এদের দাম ও ফিচারের মধ্যে পার্থক্য দেখে নেওয়া যাক।
Vivo Y300 5G vs Lava Agni 3 5G: কোন স্মার্টফোন এগিয়ে
ডিসপ্লে
ভিভো ওয়াই৩০০ ৫জি ফোনে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪০০ x ১০৮০ পিক্সেল) অ্যামোলেড স্ক্রিন দেওয়া হয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৮০০ নিটস পিক ব্রাইটনেস অফার করে।
লাভা অগ্নি ৩ ৫জি স্মার্টফোনের সামনে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে রেজোলিউশনের থ্রিডি-কার্ভড অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যাবে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১২০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এর ব্যাকসাইডে সেকেন্ডারি অ্যামোলেড প্যানেল।
প্রসেসর ও সফটওয়্যার
ভিভোর নতুন স্মার্টফোনে অ্যাড্রেনো ৬১৩ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ কাস্টম স্কিনে চলবে।
লাভার ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০এক্স প্রসেসর ব্যবহার করা হয়েছে, সাথে আছে এআরএম মালি-জি৬১৫ জিপিইউ। এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য ভিভো ওয়াই৩০০ ৫জি ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে। এই ক্যামেরাগুলি হল এফ/১.৭৯ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৮৮২ প্রাইমারি সেন্সর, এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল সেকেন্ডারি বোকেহ লেন্স। আর সামনে এফ/২.৪৫ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
লাভা অগ্নি ৩ ৫জি ডিভাইসে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ওআইএস ও সনি কোয়াড-বেয়ার সেন্সরসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি, ৩ এক্স অপটিক্যাল জুম সহ ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।
ব্যাটারি ও চার্জিং
ভিভোর ওয়াই সিরিজের ডিভাইসে ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৮০ ওয়াট ফ্ল্যাশচার্জ দ্রুত চার্জিং সাপোর্ট করে।
লাভা অগ্নি সিরিজের ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ভিভো ওয়াই৩০০ ৫জি vs লাভা অগ্নি ৩ ৫জি: দাম
ভিভো-র এই ফোনের ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। আবার ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা।
লাভা অগ্নি ৩ ৫জি এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে চার্জার ছাড়া ২০,৯৯৯ টাকা। আর চার্জার সহ এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ২২,৯৯৯ টাকা ও ২৪,৯৯৯ টাকা।
Vivo Y300 5G আজ ভারতে লঞ্চ হয়েছে। এর দাম রাখা হয়েছে ২৫,০০০ টাকার কম। এই রেঞ্জে ভারতে Lava Agni 3 5G যথেষ্ট জনপ্রিয়। আসুন এদের মধ্যে কে কোন বিভাগে এগিয়ে দেখে নেওয়া যাক।