Vivo Y300 সনি ক্যামেরার সাথে বাজার কাঁপাবে, মুহূর্তে ব্যাটারি হবে ফুল চার্জ
Vivo Y300 Could Arrive End of November - ভিভো ওয়াই৩০০ ফোন নভেম্বরের শেষে লঞ্চ হতে পারে। তবে নির্দিষ্ট লঞ্চের তারিখ এখনও জানা যায়নি। ডিভাইসটি টাইটেনিয়াম অনুপ্রাণিত ডিজাইন সহ আসবে। এটি মোট তিনটি কালারে পাওয়া যাবে - ফ্যান্টম পার্পেল, টাইটেনিয়াম সিলভার ও এমারেল্ড গ্রীন।
সম্প্রতি ভিভো ওয়াই৩০০ প্লাস স্মার্টফোন ভারতে লঞ্চ হয়েছে। এখন আবার এই সিরিজের অধীনে নতুন ডিভাইস আনছে সংস্থা। মাইস্মার্টপ্রাইস দাবি করেছে, তারা Vivo Y300 নামের একটি ফোনের বিষয়ে জানতে পেরেছে। তারা এর লঞ্চের সময়, কালার অপশন সহ বিভিন্ন তথ্য শেয়ার করেছে। মাইস্মার্টপ্রাইস জানিয়েছে তারা সাপ্লাই চেইন মারফত তথ্যগুলি পেয়েছে। এতে সনি আইএমএক্স৮৮২ ক্যামেরা থাকবে। আসুন ভিভো ওয়াই৩০০ সম্পর্কে আর কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।
Vivo Y300 শীঘ্রই ভারতে লঞ্চ হচ্ছে
রিপোর্টে বলা হয়েছে, ভিভো ওয়াই৩০০ ফোন নভেম্বরের শেষে লঞ্চ হতে পারে। তবে নির্দিষ্ট লঞ্চের তারিখ এখনও জানা যায়নি। ডিভাইসটি টাইটেনিয়াম অনুপ্রাণিত ডিজাইন সহ আসবে। এটি মোট তিনটি কালারে পাওয়া যাবে - ফ্যান্টম পার্পেল, টাইটেনিয়াম সিলভার ও এমারেল্ড গ্রীন। আবার ভিভো ওয়াই৩০০ স্মার্টফোনে এআই অরা লাইট সহ সনি আইএমএক্স৮৮২ রিয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হবে। এতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আশা করা হচ্ছে ডিভাইসটির দাম ৩০,০০০ টাকার আশেপাশে রাখা হবে।
যদিও এছাড়া ভিভো ওয়াই৩০০ সম্পর্কে আর কোনো কিছু সামনে আসেনি। তবে আমাদের অনুমান ফোনটি ইতিমধ্যেই লঞ্চ হওয়া ভিভো ওয়াই৩০০ প্লাস থেকে কিছু ফিচার ধার করতে পারে। তাই চলুন প্লাস মডেলটির স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।
ভিভো ওয়াই৩০০ প্লাস: স্পেসিফিকেশন ও ফিচার
ভিভো ওয়াই৩০০ প্লাস মডেলে আছে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪০০ x ১০৮০ পিক্সেল) কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৩০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর ভিভো ওয়াই৩০০ প্লাস এর পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও এফ/২.৪ অ্যাপারচার সহ সেকেন্ডারি সেন্সর। রিয়ার ক্যামেরার সাথে এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে।
পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে আছে এড্রনো ৬১৯ জিপিইউ। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচওএস ১৪ কাস্টম ওএসে চলবে। এটি ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যায়। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য ভিভো ওয়াই৩০০ প্লাস ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Vivo Y300 Could Arrive End of November - ভিভো ওয়াই৩০০ ফোন নভেম্বরের শেষে লঞ্চ হতে পারে। তবে নির্দিষ্ট লঞ্চের তারিখ এখনও জানা যায়নি। ডিভাইসটি টাইটেনিয়াম অনুপ্রাণিত ডিজাইন সহ আসবে। এটি মোট তিনটি কালারে পাওয়া যাবে - ফ্যান্টম পার্পেল, টাইটেনিয়াম সিলভার ও এমারেল্ড গ্রীন।