Vivo Y300 Pro 5G প্রত্যাশামতোই আজ লঞ্চ হল। আপাতত ডিভাইসটি চীনে পা রেখেছে। এটি চারটি কালার অপশন এবং চারটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। নতুন এই ভিভো ফোনটি দেখতে খুবই সুন্দর। Vivo Y300 Pro 5G মিড রেঞ্জ ডিভাইসে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন 6 জেন 1 প্রসেসর, 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, 120 হার্টজ রিফ্রেশ রেটের 6.77-ইঞ্চি ডিসপ্লে এবং 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6500 এমএএইচ ব্যাটারি।
Vivo Y300 Pro 5G এর দাম ও কালার অপশন
ভিভো ওয়াই300 প্রো 5জি এর 8 জিবি + 128 জিবি ভ্যারিয়েন্টের দাম 1,799 ইউয়ান (প্রায় 21,000 টাকা), 8 জিবি + 256 জিবি ভ্যারিয়েন্টের দাম 1,999 ইউয়ান (প্রায় 23,000 টাকা), 12 জিবি + 256 জিবি ভ্যারিয়েন্টের দাম 2,199 ইউয়ান (প্রায় 26,000 টাকা), এবং টপ-এন্ড 12 জিবি + 512 জিবি ভ্যারিয়েন্টের দাম 2,499 ইউয়ান (প্রায় 29,000 টাকা)। এটি ব্ল্যাক জেড, গোল্ড উইথ জেড, হোয়াইট ও টাইটানিয়াম কালারে পাওয়া যাবে।
আরও পড়ুন: Honor Magic V3 এর কাছে মাথা নীচু Samsung এর, বিশ্ব বাজারে লঞ্চ হল সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন
Vivo Y300 Pro 5G এর সম্পূর্ণ স্পেসিফিকেশন
ডুয়েল ন্যানো সিম সাপোর্টের সাথে আসে ভিভো ওয়াই300 প্রো 5জি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অরিজিনওএস 4 কাস্টম স্কিনে চলে। এর সামনে দেখা যাবে 6.77-ইঞ্চি ফুল-এইচডি প্লাস (1080×2392 পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, 5000 নিট ব্রাইটনেস সাপোর্ট করবে। এতে 6,500 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ভিভোর দাবি ফুল চার্জে এই ব্যাটারি 23.2 ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম দেবে।
পারফরম্যান্সের জন্য এতে অ্যাড্রনো 710 জিপিইউ সহ 4 এনএম কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য, Vivo Y300 Pro 5G হ্যান্ডসেটে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/1.79 অ্যাপারচার সহ 50-মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর এবং এফ/2.4 অ্যাপারচার সহ 2-মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর।
আরও পড়ুন: বিশ্বের প্রথম ট্রান্সপ্যারেন্ট ট্যাবলেট লঞ্চ করল Red Magic, ফিচার্স চক্ষু চড়কগাছ করে দেবে
আর সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপারচার সহ 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। সিকিউরিটির জন্য এই ভিভো স্মার্টফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। Vivo Y300 Pro 5G এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল আছে ব্লুটুথ 5.1 জিপিএস/এজিপিএস, গ্লোনাস, গ্যালিলিও এবং ওয়াই-ফাইয়ের মতো ফিচার। আবার ডিভাইসটি IP65 রেটিং সহ এসেছে। এই ফোনের পরিমাপ 63.4×76.4×7.69 মিমি এবং ওজন প্রায় 194 গ্রাম।