২০ হাজার টাকার অনেক কমে লঞ্চ হল Vivo Y35m, 5G সাপোর্টের সাথে রয়েছে ডুয়েল ক্যামেরা

বিগত কয়েক দিন ধরে বিভিন্ন চীনা সার্টিফিকেশন প্ল্যাটফর্মে Vivo Y35m নামের একটি নতুন স্মার্টফোনকে উপস্থিত হতে দেখা যাচ্ছিলো। আর আজ অর্থাৎ ২রা জানুয়ারি এই বাজেট-রেঞ্জের…

বিগত কয়েক দিন ধরে বিভিন্ন চীনা সার্টিফিকেশন প্ল্যাটফর্মে Vivo Y35m নামের একটি নতুন স্মার্টফোনকে উপস্থিত হতে দেখা যাচ্ছিলো। আর আজ অর্থাৎ ২রা জানুয়ারি এই বাজেট-রেঞ্জের Vivo মডেলটিকে লঞ্চ করা হল। Vivo Y35m হল একটি 5G-এনাবল স্মার্টফোন, যা HD+ ডিসপ্লে প্যানেল, মিডিয়েটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫,০০০ এমএএইচের বড় ব্যাটারি সহ এসেছে৷ আবার নিরাপত্তার জন্য এতে মিলবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। দেখতে গেলে এটির ফিচার সমূহ এবং ডিজাইন অনেকাংশে মূল Vivo Y35 5G ফোনের অনুরূপ, যেটিকে গত ১০ই ডিসেম্বর চীনে লঞ্চ করেছিল Vivo৷ চলুন Vivo Y35m স্মার্টফোনের দাম এবং যাবতীয় স্পেসিফিকেশন বিশদে জেনে নেওয়া যাক।

ভিভো ওয়াই৩৫এম -এর স্পেসিফিকেশন ও ফিচার (Vivo Y35m specifications and features)

ভিভো ওয়াই৩৫এম স্মার্টফোনে রয়েছে ৬.৫১-ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১৬০০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে প্যানেল, যা ২০:৯ এসপেক্ট রেশিও, ১৫০০:১ কনট্রাস্ট রেশিও, ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৮৮.৯৯% স্ক্রিন-টু-বডি রেশিও অফার করে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটার-ড্রপ নচ স্টাইলের, যার কাটআউটের মধ্যে ৫-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থিত। আর রিয়ার ক্যামেরা প্যানেলের কথা বললে, এই হ্যান্ডসেটে LED ফ্ল্যাশ সহ ডুয়াল-ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল – ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপথ শুটার।

পারফরম্যান্সের জন্য Vivo Y35m স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেসিটি ৭০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অরিজিনওএস ওশান (OriginOS Ocean) কাস্টম স্কিন প্রি-ইনস্টল থাকছে। ডিভাইসটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ এসেছে। তদুপরি, কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে – ৫জি, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.২, জিপিএস, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, ডুয়াল সিম স্লট এবং একটি ৩.৫ মিমি অডিও/হেডফোন জ্যাক৷ আর পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y35m স্মার্টফোনে ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। নিরাপত্তার জন্য এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

ভিভো ওয়াই৩৫এম -এর দাম (Vivo Y35m price)

ভিভো ওয়াই৩৫এম স্মার্টফোনকে তিনটি স্টোরেজ কনফিগারেশনে নিয়ে আসা হয়েছে। যার মধ্যে ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,৩৯৯ ইউয়ান (ভারতীয় মূল্য প্রায় ১৬,৭০০ টাকা)। আর, ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম থাকছে যথাক্রমে ১,৫৯৯ ইউয়ান (প্রায় ১৯,১০০ টাকা) ও ১,৬৯৯ ইউয়ান (প্রায় ২০,৩০০ টাকা)৷ এটি – স্টার অরেঞ্জ এবং স্টারি নাইট ব্ল্যাক কালার বিকল্পে লঞ্চ হয়েছে৷