Vivo Y36 4G ভারতে সবচেয়ে কম দামী ১৬ জিবি র‌্যামের ফোন হিসেবে লঞ্চ হল, রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

Vivo ভারতে তাদের নতুন স্মার্টফোন Vivo Y36 4G লঞ্চ করল। গতমাসে ইন্দোনেশিয়ার বাজারে ডিভাইসটিকে উপলব্ধ করা হয়েছিল। তবে...
Julai Modal 22 Jun 2023 11:52 PM IST

Vivo ভারতে তাদের নতুন স্মার্টফোন Vivo Y36 4G লঞ্চ করল। গতমাসে ইন্দোনেশিয়ার বাজারে ডিভাইসটিকে উপলব্ধ করা হয়েছিল। তবে ভারতীয় ভ্যারিয়েন্টে সামান্য পরিবর্তন লক্ষ্য করা গেছে। Vivo Y36 4G ফোনে পাওয়া যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এছাড়া এতে পাওয়া যাবে ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আসুন Vivo Y35 এর উত্তরসূরীর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

ভিভো ওয়াই৩৬ ৪জি এর দাম - Vivo Y36 4G Price in India

ভারতে Vivo Y36 4G এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য রাখা হয়েছে ১৬,৯৯৯ টাকা। এটি ভাইব্রেন্ট গোল্ড ও মিটিওর ব্ল্যাক কালারে পাওয়া যাবে। ভিভো ইন্ডিয়া ই-স্টোর ও ফ্লিপকার্ট থেকে ডিভাইসটি কেনা যাবে।

ভিভো ওয়াই৩৬ ৪জি এর স্পেসিফিকেশন ও ফিচার - Vivo Y36 4G Specifications

ভিভো ওয়াই৩৬ ৪জি ফোনের বিশেষত্ব সম্পর্কে বললে, এতে আছে ৬.৪৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ৬৫০ নিটস পিক ব্রাইটনেস অফার করে। সিকিউরিটির জন্য এর পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা হয়েছে। আর পারফরম্যান্সের জন্য ভিভো ওয়াই৩৬ ৪জি ফোনে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ও ৮ জিবি র‌্যাম। আবার এতে ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। পাশাপাশি হ্যান্ডসেটটি ১২৮ জিবি স্টোরেজ সহ এসেছে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে আরও বাড়ানো যাবে।

ভিভো ওয়াই৩৬ ৪জি ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস কাস্টম স্কিনে চলবে।

ফটোগ্রাফির কথা বললে, Vivo Y36 4G ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস ও ইউএসবি টাইপ সি পোর্ট।

Show Full Article
Next Story