16 জিবি পর্যন্ত র‍্যাম ও 44W ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে Vivo Y36 লঞ্চ হচ্ছে 25 মে

ভিভো (Vivo) তাদের Y36 সিরিজটি খুব শীঘ্রই বাজারে আনতে চলেছে। এই লাইনআপের মডেলগুলি ইতিমধ্যেই একাধিক সার্টিফিকেশন সাইটের...
techgup 19 May 2023 9:29 PM IST

ভিভো (Vivo) তাদের Y36 সিরিজটি খুব শীঘ্রই বাজারে আনতে চলেছে। এই লাইনআপের মডেলগুলি ইতিমধ্যেই একাধিক সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে। আর এখন অবশেষে ভিভো লঞ্চের তারিখ প্রকাশ করেছে। 4G ও 5G ভার্সনে Vivo Y36 সিরিজ আগামী ২৫ মে ইন্দোনেশিয়ায় আত্মপ্রকাশ করতে চলেছে। ইন্দোনেশিয়াতে ভিভো ফোনটির কিছু স্পেসিফিকেশনের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রোসাইটও প্রকাশ করেছে। আসুন এটি থেকে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

Vivo Y36 সিরিজ বাজারে আসছে আগামী সপ্তাহে

ভিভো ইন্দোনেশিয়াহ অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ হওয়া মাইক্রোসাইট অনুসারে, ভিভো ওয়াই৩৬ সিরিজে ডাইনামিক গ্লাস ডিজাইন থাকবে। রিয়ার প্যানেলে আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল দেখা যাবে, যার মধ্যে দুটি সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট অবস্থান করবে। আর ফোনের সামনে একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল ডিসপ্লে বর্তমান। এতে সম্ভবত পাওয়ার বাটনে এম্বেড করা একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে।

এছাড়া, ভিভো ওয়াই৩৬ সিরিজে ৮ জিবি র‍্যামের সাথে অতিরিক্ত ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম প্রযুক্তি সাপোর্ট করবে। ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজও মিলবে। স্মার্টফোনগুলি ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। ওয়াই৩৬ ৪জি মডেলটি গ্লিটার অ্যাকোয়া এবং মিটিওর ব্ল্যাক কালার অপশনে আসবে, যেখানে ৫জি ভ্যারিয়েন্টটি মিস্টিক ব্ল্যাক এবং ক্রিস্টাল গ্রীন কালারে পাওয়া যাবে। মাইক্রোসাইটটি ভিভো ওয়াই৩৬ সম্পর্কে আর কিছু প্রকাশ করেনি।

ইতিমধ্যেই Vivo Y36 4G ফোনটি গুগল প্লে কনসোল (Google Play Console)-এর সাইটে তালিকাভুক্ত হয়েছে। এই সার্টিফিকেশন অনুযায়ী, ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর দ্বারা চালিত হবে। ফোনটিতে ৬.৮ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে বলে আশা করা হচ্ছে। ৪জি এবং ৫জি উভয় ভ্যারিয়েন্টেই ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে।

Show Full Article
Next Story