Vivo Y36c কম দামে 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, রয়েছে পাওয়ারফুল ব্যাটারি

ভিভো আজ অর্থাৎ 30 আগস্ট তাদের ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন Vivo Y36c লঞ্চ করল। এটি বাজেট রেঞ্জে এসেছে, যার বেস...
techgup 30 Aug 2024 10:29 AM IST

ভিভো আজ অর্থাৎ 30 আগস্ট তাদের ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন Vivo Y36c লঞ্চ করল। এটি বাজেট রেঞ্জে এসেছে, যার বেস ভ্যারিয়েন্টের দাম 11,000 টাকারও কম। আর ফোনটি চারটি র‌্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট ও তিনটি কালার অপশনে পাওয়া যাবে। Vivo Y36c স্মার্টফোনের ডিজাইন যথেষ্ট আকর্ষণীয় এবং এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা উপস্থিত। আসুন নতুন ভিভো ফোনটির দাম এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vivo Y36c এর ভারতে দাম

ভিভো ওয়াই36সি এর 6 জিবি+ 128 জিবি ভ্যারিয়েন্টের দাম 899 ইউয়ান (প্রায় 10,500 টাকা), 8 জিবি + 128 জিবি ভ্যারিয়েন্টের দাম 999 ইউয়ান (প্রায় 11,700 টাকা)। আর এর 8 জিবি + 256 জিবি ভ্যারিয়েন্ট কিনতে 1,099 ইউয়ান (প্রায় 12,900 টাকা) এবং 12 জিবি + 256 জিবি ভ্যারিয়েন্ট কিনতে 1,299 ইউয়ান (প্রায় 15,300 টাকা) খরচ হবে। ফোনটি ভিভোর অফিসিয়াল ওয়েবসাইটে কেনার জন্য উপলব্ধ।

Vivo Y36c এর স্পেসিফিকেশন ও ফিচার

আপাতত চীনে লঞ্চ হওয়া Vivo Y36c ডিভাইসে আছে 90 হার্টজ রিফ্রেশ রেটের 6.56-ইঞ্চি এলসিডি ডিসপ্লে, যা 840 নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। চোখের সুরক্ষার জন্য এই ডিসপ্লে লো ব্লু লাইট আই প্রোটেকশন সার্টিফিকেশন প্রাপ্ত। আর এই ডিসপ্লের ডিজাইন ওয়াটারড্রপ নচ, যার মধ্যে ফ্রন্ট ক্যামেরা আছে। এই ভিভো হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে বড় আয়তাকার ক্যামেরা মডিউল উপস্থিত। এটি ৮.৫৩ মিমি পুরু এবং এর ওজন মাত্র 185 গ্রাম।

ক্যামেরার কথা বললে, Vivo Y36c এর পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে, আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 5-মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর। পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আর জল ও ধুলো থেকে সুরক্ষা দিতে এটি আইপি54 রেটিং সহ এসেছে।

Show Full Article
Next Story