সস্তায় একজোড়া নতুন 5G স্মার্টফোন লঞ্চ করল Vivo, দাম, ফিচার্স জেনে নিন এখানে

ভিভো সস্তায় দু’টি নতুন ৫জি স্মার্টফোন লঞ্চের ঘোষণা করল। যাদের নাম ভিভো ওয়াই৩৭ ও ভিভো ওয়াই ৩৭এম। উভয় মডেলেই ৬.৫৬ ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যার স্ক্রিন…

Vivo Y37 Y37M Launched In China Price Specs Features

ভিভো সস্তায় দু’টি নতুন ৫জি স্মার্টফোন লঞ্চের ঘোষণা করল। যাদের নাম ভিভো ওয়াই৩৭ ও ভিভো ওয়াই ৩৭এম। উভয় মডেলেই ৬.৫৬ ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যার স্ক্রিন টু বডি রেশিও ৮৯.৬৪ শতাংশ। এছাড়া, ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ৭২০x১৬০০ পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে দুই স্মার্টফোন। ওয়াই৩৭ এবং ওয়াই ৩৭এম-এর ডিজাইন বেশ আকর্ষণীয়।

দুই মডেলেই মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে আটটি কোর রয়েছে, যার মধ্যে পারফরম্যান্স কোর ২.৪ গিগাহার্টজের এবং এফিশিয়েন্সির কোরগুলির ক্লক স্পিড ২.০ গিগাহার্টজ। গ্রাফিক্সের জন্য আছে মালি জি৫৭ জিপিইউ। ফোন দু’টি ৪ জিবি, ৬ জিবি, ও ৮ জিবি র‍্যাম ও ১২৮/২৫৬ জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ। আবার ভিভো ওয়াই৩৭-এর ১২ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট রয়েছে।

ভিভোর নতুন দুই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার হয়েছে, যা ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ নির্ভর অরিজিনওএস ১৪ কাস্টম স্কিনে রান করে। ফটোগ্রাফির জন্য ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। অন্যদিকে, সেলফি ক্যামেরাটি ৫ মেগাপিক্সেলের। অন্যান্য ফিচার্সের মধ্যে মিলবে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি টাইপ-সি পোর্ট, ও ৩.৫ মিমি হেডফোন জ্যাক।

দামের কথা বললে, চীনে ভিভো ওয়াই৩৭এম ফোনের দাম ৯৯৯ ইউয়ান থেকে শুরু হচ্ছে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১১,৫০০ টাকার সমান। এটি ৪ জিবি/৬৪ জিবি (বেস), ৬জিবি/১২৮ জিবি, ও ৮ জিবি/২৫৬ জিবি মেমরি অপশনে উপলব্ধ। অন্যদিকে, ভিভো ওয়াই৩৮ মডেলটির স্টার্টিং প্রাইস ১,১৯৯ ইউয়ান (প্রায় ১৩,৮০০ টাকা)। এটি ৪ জিবি/১২৮ জিবি বেস মডেলের দাম। ফোন দু’টি ভারতে আসবে কিনা তা জানা যায়নি।