Vivo Y56 5G সবচেয়ে কম দামে ১৬ জিবি র‌্যামের সাথে লঞ্চ হল, রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

Vivo Y56 5G একপ্রকার চুপিচুপি ভারতে লঞ্চ হল। কয়েকদিন আগেই জানা গিয়েছিল যে ফোনটি শীঘ্রই এদেশে বিক্রির জন্য উপলব্ধ হবে।...
Julai Modal 16 Feb 2023 12:55 PM IST

Vivo Y56 5G একপ্রকার চুপিচুপি ভারতে লঞ্চ হল। কয়েকদিন আগেই জানা গিয়েছিল যে ফোনটি শীঘ্রই এদেশে বিক্রির জন্য উপলব্ধ হবে। সেইমতো এখন মুম্বাইয়ের বিখ্যাত রিটেল স্টোর, মহেশ টেলিকম জানিয়েছে যে, ভারতীয়রা এখন Vivo Y56 5G কিনতে পারবেন। এই ফোনে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর, ফুল এইচডি প্লাস ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা।

ভিভো ওয়াই৫৬ ৫জি ভারতে দাম (Vivo Y56 5G Price in India, Sale date)

ভারতে ভিভো ওয়াই৫৬ ৫জি ফোনের দাম রাখা হয়েছে ১৯,৯৯৯ টাকা। এই মূল্য ডিভাইসটির ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। এছাড়া এতে ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। আজ থেকেই ফোনটির সেল শুরু হয়েছে। এটি দুটি কালারে পাওয়া যাবে - অরেঞ্জ শিমার এবং ব্ল্যাক ইঞ্জিন।

https://twitter.com/MAHESHTELECOM/status/1625828570659692548

ভিভো ওয়াই৫৬ ৫জি এর স্পেসিফিকেশন ও ফিচার (Vivo Y56 5G Specifications and Features)

ভিভো ওয়াই৫৬ ৫জি ফোনের সামনে দেখা যাবে এইচডি+ রেজোলিউশন এবং ওয়াটারড্রপ নচ সহ ৬.৫৮ ইঞ্চির ডিসপ্লে। এই ডিসপ্লে ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আর এর পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা।

পারফরম্যান্সের জন্য Vivo Y56 5G ডিভাইসে ব্যবহার করা হয়েছে মালি জি৫২ জিপিইউ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে ফানটাচ ওএস ১৩ (FunTouch OS 13) ইউজার ইন্টারফেসে রান করবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y56 5G ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। নিরাপত্তার জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট।

Show Full Article
Next Story