সুখবর দিল Vivo, দাম কমল 50MP ক্যামেরা, 6000mah ব্যাটারি যুক্ত এই 5G স্মার্টফোনের

ভিভো দাম কমালো Vivo Y58 5G ফোনের। মিড বাজেট রেঞ্জের ফোনটি এখন এদেশে হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে।

Vivo Y58 Receives A Price Cut Here S How Much The Smartphone Costs

ভারতে Vivo Y58 5G ফোনের দাম কমলো। চীনা ব্র্যান্ডটি গত জুন মাসে এই হ্যান্ডসেটটি উন্মোচন করেছিল। এটি একটি বাজেট মিড রেঞ্জের স্মার্টফোন, যা একটি বিশাল ব্যাটারি, একটি মসৃণ ডিসপ্লে এবং একটি স্লিক ডিজাইন অফার করে। ভিভো ওয়াই৫৮ ৫জি এখন পাওয়া যাচ্ছে ১,০০০ টাকা কমে। আসুন তাহলে ডিভাইসটির পরিবর্তিত দাম এবং অন্যান্য বিবরণ গুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

Vivo Y58 5G পাওয়া যাচ্ছে নতুন দামে

ভিভো ওয়াই৫৮ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি প্রাথমিকভাবে ১৯,৪৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল। কিন্তু এখন, কোম্পানি এর দাম ১,০০০ টাকা কমিয়েছে, ফলে এটি এখন মাত্র ১৮,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে৷ আগ্রহী ক্রেতারা নতুন মূল্যে ফোনটি ভিভো ইন্ডিয়া ই-স্টোরের পাশাপাশি ফ্লিপকার্ট এবং অ্যামাজন ইন্ডিয়া-এর মতো অন্যান্য পার্টনার স্টোর থেকে কিনতে পারবেন৷ ভিভো ওয়াই৫৮ দুটি কালার অপশনে পাওয়া যাচ্ছে, যেমন সুন্দরবন্স গ্রিন এবং হিমালয়ান ব্লু।

ভিভো ওয়াই৫৮ ৫জি ফোনের স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৫৮ ৫জি ফোনে লম্বা ৬.৭২ ইঞ্চির এলসিডি প্যানেল রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ১,০২৪ নিট পর্যন্ত উজ্জ্বলতা অফার করে। ভিভো ওয়াই৫৮ ৫জি ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসরে চলে, যা অ্যাড্রেনা ৬১৩ জিপিইউ, ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে যুক্ত। তবে ইউজাররা একটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত স্টোরেজ প্রসারিত করতে পারেন। ফটোগ্রাফির জন্য, ভিভো ওয়াই৫৮ ৫জি ফোনের রিয়ার প্যানেলে একটি এলইডি ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ এবং সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, ভিভো ওয়াই৫৮ ৫জি হ্যান্ডসেটে বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৪৪ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ কাস্টম স্কিনে চলে। ফোনটির অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে আইপি৬৪ জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, স্টেরিও স্পিকার, একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, হাইব্রিড ডুয়েল সিম (ন্যানো + ন্যানো/মাইক্রোএসডি), এবং ব্লুটুথ ৫.১ সাপোর্ট।